www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নকটার্ন

ক্যাম্প করেছে ওরা বাড়ির সম্মুখে
উঠানে সন্ধ্যে গেছে বেশ বহুক্ষণ
রাতের উষ্ণতায় নকটার্ন দেখে যায়
গীটারিস্ট একজন।
তার চোখে ক্লান্তি নেই,ঘুম নেই
আছে নির্ঘুম পৃথিবী।
একজন কবি হতে সাধ জেগেছে তার,
সিগারেটে টান মেরে
নিকোটিনে হলদে হয়ে সকলকে
আশ্বস্ত করে।
আচ্ছা তোরা বোস্ আমি গাইছি....
বন্ধু বান্ধবীরা আজ অন্ধকারে হাতরে
নেয় পৃথিবীর গন্ধ।
জোৎস্নায় স্নান করে কোমল চোখের
তারা।
গীটারে রবীন্দ্রনাথ শুনতে কেমন
লাগে?
গীটারিস্ট গান ধরে ওঠে-
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে....
গান হল শুরু....
প্লেটে প্লেটে বিরিয়ানি হল
বিতরণ,
হঠাৎ উলঙ্গ হল পৃথিবী
আদিম জগত হতে পাগলের উৎপাত।
পুরোপুরি উলঙ্গ হয়ে প্লেট নিয়ে বসে,
মেয়েগুলি ইরেরেরে বলে প্লেট
গুলি ঝেড়ে ফেলে অন্ধকারে হাত
পাতে বন্ধুদের হাতে ভয়েতে
স্বাভাবিক ঘৃণায়।
উন্মাদ খেয়ে যায় মাটিতে পড়া
রাইচগুলি।
দূর থেকে সবাই ভয়েতে
অসভ্য রাত্রির নেয় ঘ্রাণ।
কোথাও কেউ নেই....
আছে শুধু গীটারিস্ট সেই একজন
গাইছে করুণ সুরে
হারানো পৃথিবীর লেখা গান।
দূর থেকে বাকী ছয়-তিনটি যুগল
দেবদারু গাছের নীচে
নির্লজ্জের মত চেয়ে থাকে
চেয়ে থাকে আরেকজন-
পোড়োবাড়িটির স্কাইলাইট।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপ্নময় স্বপন ১৫/০৭/২০১৬
    সুন্দর!!
  • গোপেশ দে ০৯/০৭/২০১৬
    ধন্যবাদ আপনার মন্তব্যে খুশী হয়েছি।কবিতাটি পড়েছেন এতেই আমি খুশী কবিবন্ধু।শুভেচ্ছা আপনাকে
  • প্রিয় ০৯/০৭/২০১৬
    কবিতাটির মধ্যে ভাল লাগার কি আছে?
  • অঙ্কুর মজুমদার ০৬/০৭/২০১৬
    .....vlo....
  • নাবিক ০৫/০৭/২০১৬
    ভালো লাগলো
 
Quantcast