এই বেশ ভালো আছি
মনের ভেতর পাথরগুলো ইচ্ছেমত আঘাত
করে
স্বপ্নগুলো ভাঙতে থাকে
গড়তে হলে আরো বড় মন দরকার
এই অলিন্দে এই নিলয়ে
হৃদপিন্ডের চার প্রকোষ্ঠে।
তোমার জন্য করব আমি মনখানা তাই
আরো বড়
পাথরগুলো লুজ হয়ে
তাই পড়বে খসে
হালকা হব দাঁড়াব আমি
আপন পায়ে শক্ত হয়ে
পারব বলে হয়না মনে
মনের ভেতর খচখচানি।
হাটু খানা নামিয়ে দিয়ে
রোদ্রচোখে
একটি গোলাপ
হাতে নিয়ে দাঁড়াব আমি
তোমার পানে বিকেলবেলা
পড়ন্ত এক অফুরন্ত বিকেলবেলা।
বুকের ভেতর পাথরগুলো
বড্ড জ্বালায়
মন উচাটন রাতবিরাতে।
পাথরগুলো সরিয়ে দ্যাখো-
হলুদ খামের একটি চিঠি
চিঠির ভেতর বিবর্ণ একমুঠো
স্বপ্ন আছে
যতন করা রাজকুমারী
তোমার তরে।
ভুলতে আমি চাই যতবার
ভুলবশত পাথরগুলো ভারি করি
ভারি করি শুকনো মুখে
ব্যর্থ হাসি-
নচিকেতার ছন্দে সুরে সুর করে গাই
এই বেশ ভালো আছি।
করে
স্বপ্নগুলো ভাঙতে থাকে
গড়তে হলে আরো বড় মন দরকার
এই অলিন্দে এই নিলয়ে
হৃদপিন্ডের চার প্রকোষ্ঠে।
তোমার জন্য করব আমি মনখানা তাই
আরো বড়
পাথরগুলো লুজ হয়ে
তাই পড়বে খসে
হালকা হব দাঁড়াব আমি
আপন পায়ে শক্ত হয়ে
পারব বলে হয়না মনে
মনের ভেতর খচখচানি।
হাটু খানা নামিয়ে দিয়ে
রোদ্রচোখে
একটি গোলাপ
হাতে নিয়ে দাঁড়াব আমি
তোমার পানে বিকেলবেলা
পড়ন্ত এক অফুরন্ত বিকেলবেলা।
বুকের ভেতর পাথরগুলো
বড্ড জ্বালায়
মন উচাটন রাতবিরাতে।
পাথরগুলো সরিয়ে দ্যাখো-
হলুদ খামের একটি চিঠি
চিঠির ভেতর বিবর্ণ একমুঠো
স্বপ্ন আছে
যতন করা রাজকুমারী
তোমার তরে।
ভুলতে আমি চাই যতবার
ভুলবশত পাথরগুলো ভারি করি
ভারি করি শুকনো মুখে
ব্যর্থ হাসি-
নচিকেতার ছন্দে সুরে সুর করে গাই
এই বেশ ভালো আছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৭/২০১৬ভালো।
-
প্রদীপ চৌধুরী. ০৩/০৭/২০১৬বা দারুণ
-
অঙ্কুর মজুমদার ০৩/০৭/২০১৬vlo
-
আরিফ মুহাম্মদ ০৩/০৭/২০১৬সুন্দর
-
নাবিক ০৩/০৭/২০১৬সুন্দর