www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধুরেণ সমাপয়েৎ

কাকু একটা গল্প শুনবেন?
আমি একটা চায়ের দোকানে বসে ধ্যানে ছিলাম।আমার ধ্যানভঙ্গ হল।একটা ছেলে আমার পাশে বসে বেশ উৎসুক চোখে তাকিয়ে আছে।আমি ছেলেটির দিকে সেলুলোয়েডের মোটা কাচের চশমার ভেতর দিয়ে ভ্রু কুঁচকে তাকালাম।অল্প বয়সী ছেলে।বয়স আন্দাজ করলাম।পঁচিশ ছাব্বিশ হয়ত হবে।আমাকে ছেলেটি এরকম একটা প্রশ্ন করায় বেশ অবাক হলাম।এই প্রথম মনে হয় অচেনা আমাকে কেউ এরকম প্রশ্ন করল।
আমি তার কথাটা না বোঝার ভান করে বললাম,কি বললে?
ছেলেটি বলল,গল্প শুনবেন?
কি গল্প?
এবার ছেলেটি বুকপকেট থেকে চশমা বের করে বলল,প্রেমের গল্প।
ছেলের বয়সী একটা যুবক ছেলে আমার মত পঞ্চাশ বছরের এক মানুষকে প্রেমের গল্প শোনাবে।ব্যাপারটা অদ্ভুত লাগলো আমার কাছে।
আমি বললাম,তুমি কি প্রত্যেককেই গল্প বলে বেড়াও?
ছেলেটি হাসল,না কাকু।ইউ আর ফার্স্ট।
আমি আগ্রহ হারিয়ে বললাম,দুঃখিত।
ছেলেটি চশমাটি চোখ থেকে খুলে পকেটে পুরলো।
আমি একটা বিষয় লক্ষ্য করলাম,ছেলেটি গল্প বলার জন্যই বোধহয় চশমাটা পরেছিল।আমি না বলায় সে চশমাটা রেখে দিল পকেটে।
ছেলেটি চুপচাপ বসে আছে আমার পাশে।ছেলেটিকে আমি বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলাম।না চেনা মনে হচ্ছেনা তো।আমি ছেলেটিকে বললাম,আমি কি তোমার পরিচিত কেউ?
ছেলেটি এইবার খুব উৎসুক চোখে তাকাল কিন্তু প্রসঙ্গ পালটে বলল,গল্পটা শুরু করব?
তুমি কি এখানেই বলতে চাও নাকি অন্যকোথাও?
আপনার ইচ্ছা।
আমি চায়ের কাপটা রেখে দোকানীকে টাকা দিয়ে ওকে বললাম,চল কফিশপে বসে তোমার গল্প শুনি।
চলুন চলুন।
ছেলেটির মাথায় কোনো গন্ডগোল থাকতে পারে।না হলে এইভাবে কেউ গল্প শোনাতে চায়না।আমি ছেলেটাকে সাথে নিয়ে হাঁটছি আর ভাবছি গল্পটা শুনলে মন্দ হয়না।
আমরা এখন কফিশপে বসে আছি।কফির অর্ডার দেওয়া হয়েছে।তবে বিলটা ওই ছেলেটিই দেবে এটা আমাকে বলে দিয়েছে।
তোমার কোনো তাড়া নেই তো?
একটু আছে।আপনাকে গল্প শুনিয়েই আমি শান্তিপুর লোকাল ধরবো।
শান্তিপুরে থাকো তুমি?
হ্যাঁ।আপনি কাকু?
আমি কফির কাপে চুমুক দিতে দিতে বললাম,আপাতত বিহারে আছি এখন।আমাদের আদি বাড়ি বেহালা।
ছেলেটি আমার কথায় কোনো মনোযোগ দিল বলে মনে হলনা।
বল গল্পটা বল....
ছেলেটি এবার বলল,আমি ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম করতাম।
আচ্ছা।তারপর....
মেয়েটিকে আমি কখনই দেখিনি।কারণ তার কোনো ফোটো ছিলনা ফেসবুকে।
আমি একটা সিগারেট বের করে টানছি আর ভাবছি খুব কমন প্রেমের গল্প।আরে ফেসবুকে তো হরহামেশাই এরকম হচ্ছে।খুব সস্তা দরের গল্প কী এটা?আরেকটু শুনলেই বুঝতে পারবো সস্তা দরের কিনা।
মেয়েটি আমার সাথে প্রথমে খুব ফ্রেন্ডলি গল্প করতে লাগল।সকালে ঘুম থেকে উঠেই আমাকে গুড মর্নিং তারপর রাতে গুড নাইট.....
আমি রেগে গিয়ে ওর কথা শেষ করতে না দিয়ে সিগারেট টানতে টানতে বললাম,আরে এইসব কেচ্ছা অন্যকোথাও বল।মূল প্রসঙ্গ টানো।
ছেলেটি বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো আমার কথায়,না মানে পুরোটা সুন্দর করে বললে বেশ গুছিয়ে বলতে পারবো।শুনুন প্লিজ।
প্রেম হল কিভাবে সেটা বল।আমি মোটামুটি গল্পের ক্লাইম্যাক্স টা জানার জন্যই শুনছি।
মেয়েটিকে আমি তখনো দেখিনি যখন থেকে চ্যাট করি তার সাথে কিন্তু একপ্রকারের ভাল বন্ধুত্ব হয়ে যায়।
তারপর....
একদিন হঠাৎ করে একসকালে মেসেজ বক্সে যেয়ে দেখি সে আমাকে প্রপোজ করেছে।
কি বলেছে?
আই লভ ইউ....বলেছে
আমি সিগারেটের দিকে তাকিয়ে দেখলাম,ফিল্টার ধরে এসেছে।তাই সিগারেটটা এশট্রে তে ঠাসলাম।
আমি চোখ মুখ শক্ত করে বললাম,চশমাটা পকেটে রাখো।
ছেলেটি খুব বিস্মিত হয়ে গেল।এমন ভাবে আমার দিকে তাকাল যেন এরকম বিস্ময় সে তার এই জীবনে ফার্স্ট পেল।
আমার তোমার গল্প শুনতে ভাল্লাগছেনা।
নানা শুনুন ভাল লাগবে।
আমি বললাম,যেটা ভাল লাগে সেটা শুরু থেকেই লাগে যেটা ভালো লাগেনা সেটা কখনই লাগেনা।
আপনার তাড়া না থাকলে শুনুন।
এই গল্পটা বোধহয় তোমার কোনো সমবয়সী কিংবা বন্ধুদের বললে ভাল হয়।
ছেলেটি নিরুত্তর থাকল।
আমি নির্লিপ্ত হয়ে কাঁচের জানলার দিকে তাকিয়ে বললাম,আচ্ছা বল তারপর....
আমি ওর প্রোপজালটা পেয়ে পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।আমি ওর প্রপোজ টা ফার্স্ট মেনে নিতে পারলাম না।আমি ভাবলাম ফেক আইডি হবে।ছেলে সেজে হয়তো আমার সাথে ফান করছে।আমার অনেক ছেলেবন্ধুরই তখন ফেক আইডি আছে।এখনকার বাজার তো ফেক আইডির ছড়াছড়ি।হা হা হা....
আমি ছেলেটার হাসির উৎস খুঁজে পেলাম না।এতে হাসির কীই বা আছে!
আমি মেয়েটির মোবাইল নাম্বার চাইলাম।
সে দিতে রাজি হলনা।
আমি ছেলেটিকে বললাম,তুমি তখন কি করো মানে পড়াশুনো।
না।আমি তখন সবে কলেজ পাশ করেছি জিওগ্রাফি নিয়ে।চাকরির পরীক্ষায় বসবো।কম্পিটিশন সাকসেস বই পড়ি।
আর ওই মেয়েটা?
ও তখন কলেজে কেবল ঢুকেছে।ফার্স্ট ইয়ার।
ও আচ্ছা।তারপর....
আমি চ্যাট করা বন্ধ করে দিলাম।কারণ আমি ভেবেই নিলাম ওটা ফেক আইডি।আমি ছবি চেয়েছি দেয়নি।আমি নাম্বার চাইলাম তাও দিলনা।
ও আমাকে রোজ এসএমএস করে এফ বি তে বাট আই ডন্ট রিপ্লাই।
এরপর এভাবে এক হপ্তা কেটে গেলো।
হঠাৎ এক রাত্রিবেলা এফবি খুলেই দেখি মেয়েটা আমাকে নাম্বার দিয়েছে।
তারপর দেখা করলে প্রেম হল এই তো বলতে চাইছো?আমি বেশ নরম সুরেই বললাম।আরে কি সব গল্প বলছে একেবারে বস্তা পচা লভ স্টোরি!
আমাকে প্লিজ বলতে দিন।
হ্যাঁ হ্যাঁ বল বল শুনছি।আমার এবার মনে হচ্ছে কিছুটা ইন্টারেস্টিং হলেও হতে পারে।
এরপর আমাকে ও একদিন অমুক যায়গায় দেখা করতে বলে।যায়গাটার নাম বলব না।
ঠিক আছে তারপর....
তারপর আমি দেখা করতে যাই।তখনও মেয়েটিকে আমি দেখিনি।মানে ওর ফটো আমাকে দেয়নি।
আমি খুব উৎসাহ নিয়ে দেখা করতে গেলাম।
কিন্তু দেখা হলনা এই তো।
ছেলেটা এবার খুব চুপ হয়ে গেলো।ঢকঢক করে জল খেল।আমি ফ্লেক সিগারেট ধরালাম।ভুস ভুস করে ধোঁয়া ছাড়লাম।ছেলেটির চুপ করা দেখে বুঝে নিলাম ট্রাজেডি কিছু একটা হবে।না হলে কেউ এইভাবে চুপ হয়ে যায়না।হয়তো তার বলতে খুব কস্ট হচ্ছে।
আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে বললাম,মেয়েটা দেখতে ভাল না তাইতো?
মেয়েটা দেখতে অনেক সুন্দর।সে ব্যাপারে কোনো প্রবলেম নেই।
তারপর বল.....তুমি চুপ দেখেই অনুমান করলাম বিষয়টা।
আমি দেখা করতে ওই যায়গাটায় যাই।আমি একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে ওর জন্য জায়গাটায় ওয়েট করি।
আমি ছেলেটির মুখের পানে তাকিয়ে আছি।কিছুটা বিষন্ন ভাব চেহারায়।চশমার ভেতর থেকেও সেটা স্পষ্ট বোঝা যায়।
আমি সিগারেট টেনেই যাচ্ছি।আমি ওকে বললাম,ওই মেয়েটি দেখা করতে আসেনি?
না এসেছিল।তারপর ওর সাথে দেখা হল।ও আমাকে সেখান থেকে টোটো গাড়িতে একটা যায়গায় নিয়ে গেল।আসলে ওই যায়গাটা আমি ঠিক চিনিওনা।সেখানে বেশ কিছু সময় কাটালাম।এরপর সন্ধ্যা হয় হয়।এরপর একটা ভয়ানক কাণ্ড ঘটে গেলো।
আমি গল্পের মাঝে একটা সিরিয়াস কিছু খুঁজে পেলাম,সেটা কী!
ও আমাকে একটা নির্জন গলির ভেতরে নিয়ে গেলো।তারপর ও এদিক ওদিক তাকিয়ে হাসল।চারজন ছেলে আমার কাছে আসলো।আমি বুঝতে পারলাম আমার সামনে একটা বিপদ রয়েছে।
মানে ওরা ছিনতাই কারী কী?
হ্যাঁ।
মেয়েটাও?
হ্যাঁ।
কিভাবে বুঝলে মেয়েটাও জড়িত?
ছেলেটি চেয়ারে হেলান দিল,মেয়েটি নিজেই স্বীকার গেল আর ওদের সাথে হাসাহাসিও করছিল।
কি নিয়ে হাসাহাসি?আমার খুব কৌতুহল জন্মে গেল গল্পের প্রতি।
আমার মানিব্যাগ,ঘড়ি,মোবাইল ফোন,জামা প্যান্ট সব নিয়ে গেল।
সর্বনাশ।
হ্যাঁ।
তুমি চিৎকার করনি?
না।আমি তখন স্ট্যাচু হয়ে মেয়েটিকে দেখছি।
এগুলো সচরাচর হচ্ছে।কিন্তু মেয়ে মানুষ এতোটা ডেঞ্জারাস হবে আমি তা ভাবিনি।খুব স্যাড।
হুম প্রথম দিকে স্যাড।এখন ইন্টারেস্টিং খবর শুনবেন?
হ্যাঁ হ্যাঁ বল।
ওই মেয়েটিই এখন আমার বউ।
আমি চোখ বড় বড় করে বললাম,মানে?আমি বলব বলে ভাবছি,শিওর ঢপ দিচ্ছ।গল্প ফাঁদতে বেশ জানো।কিন্তু বললাম না।মানেটা বলেই উত্তরের আশায় থাকলাম।
ছেলেটি আবার গল্প শুরু করল,আমি ওকে ফেসবুক থেকে ব্লক করি।ও আমাকে কিছুদিন পর কল করতে থাকে।
আমি কল ধরিনা।ও আমাকে সারাক্ষণ মোবাইলে এসএমএস করতে থাকে।
কি এসএমএস?
আমার সাথে দেখা করতে চায়।
তুমি কি বললে?
আমি ওকে গালিগালাজ শুরু করি।তারপরও আমার সাথে কথা বলতে চায়।আমাকে বলে আমি যেখানে আসতে বলব ও নাকি সেখানেই আসবে।
আমি এই ফাঁকে আরও দু'কাপ কফির অর্ডার করি।কফি খেতে খেতে বলি,তারপর কী করলে?ন্যাড়া কিন্তু একবারই বেলতলায় যায়।
হ্যাঁ আমি আর দেখা করলাম না।ছেলেটি হেসে ফেললো।
বিয়েটা কিভাবে হল?
আমি সিম চেঞ্জ করে ফেলি।এভাবে প্রায় দশ বারোদিন কেটে গেলো।হঠাৎ মেয়েটা আমার বাড়িতে এসে উপস্থিত।
আমি বুঝতে পারছি ছেলেটা বানিয়ে বানিয়েই বোধহয় গল্প ফাঁদছে।আমি কিছুই বললাম না।
ছেলেটি নিজ থেকেই বলল,আমি তো পুরো থ।আমার বাড়ির লোকজন ওকে আমার বন্ধু ভেবেছিল তাই খুব বিচলিত হয়নি।
আমি তখন ঘেমে নেয়ে উঠেছি।আমি কি বলব বুঝলাম না।আমি ব্যালকনিতে গিয়ে দেখলাম ছেলেগুলো বাইরে আছে কিনা।
ও আমার মায়ের সামনে বলল,বাইরে কেউ নেই।
আমার মা বলল মেয়েটিকে,বাইরে কে নেই মা?
না কাকীমা কেউ না।
এরপর আমার মা একটু মূল ঘরেযেতেই ও আমার হাত ধরে বলল,প্লিজ কিছু কথা আছে।বাইরে চল।
আমি প্রথমে না বলাতে ও কেঁদে ফেলল।
আমি বললাম,তারপর মায়ার টানে বাইরে গেলে।এইতো।
হ্যাঁ।ঠিক তাই।
তারপর....
বাইরে গিয়ে একটা পার্কে গেলাম।আমার পরিচিত পার্ক।তখন সকাল পেরিয়ে দুপুর হবে হবে।দিনের বেলা তাই কিছুটা সাহস আছে।ও আমাকে জরিয়ে ধরল।আমি কি করব তা বুঝে উঠতে পারলাম না।আমি ওকে আলগা করে বসতে বললাম।
তারপর....
তারপর ও ওইদিনকার ঘটনা যা বলল তা হচ্ছে ওর মামী একজন নেশা গ্রস্থ।নেশার টাকা জোগার করতে ভাগ্নিকে প্রেসার ক্রিয়েট করে।আর বুদ্ধি দেয় ফেসবুকে ছেলেদের ফাঁদে ফেলে টাকা নেবে।
আর ওই ষন্ডামার্কা ছেলেগুলো?আমি খুব কৌতুহলী এখন।
ওগুলো ওর মামীর ভাড়া করা ছেলেপেলে।
ওর মামা কোথায় তখন।
উনি দেশে থাকেন না।অন্য স্টেটে থাকে।
আর মেয়েটির মা বাবা?
বাবা নেই।মা আছে।আরেক যায়গায় বিয়ে বসেছে।মেয়েটার খোঁজ নেয়না।
খুব দুঃখী মেয়ে।আমার ভেতর বেশ দুঃখ নাড়া দিয়ে উঠল।
আমি ছেলেটিকে বললাম,তারপর কি করলে তুমি?
আমি ওকে তক্ষুনি বিয়ে করে বাড়ি নিয়ে যাই।
তোমার মা বাবা মেনে নিয়েছিল?
হ্যাঁ।এক্কেবারে।তখনি মেনে নিয়েছিল।
শুনে খুব ভালো লাগলো।তুমি তাহলে এখন খুব হ্যাপি তাইনা?
হ্যাঁ খুব খুব।
আচ্ছা এই প্রেমের গল্পটা তুমি চাইলে তোমার বয়েসি বন্ধুদের বলতে পারতে।কিন্তু আমাকে কেন বুঝলাম না।
কারণ আমি যে মেয়েটির গল্প বললাম আপনি তার মামা।
আমি ঢোক গিলে বললাম,মানে তুমি সুনীতার বর?
হ্যাঁ মামা।আমি জয়।জয় মল্লিক।প্রথমে কাকু বলেছি।সরি!
না সরি কেন?ঠিক আছে।
আমি জয় নামের ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে আছি।কি সুদর্শন যুবক।মেয়েটা খুব সুখেই আছে বোঝা যাচ্ছে।মামা হয়ে এ লজ্জা রাখবো কোথায়?
আমি ওর হাত ধরে বললাম,আমি খুব লজ্জিত।ভেরি সরি!
না না।আপনি খুব ভাল।সুনীতা বলেছে।আপনাকে ও দেখতে চায়।
হ্যাঁ হ্যাঁ যাবো।এখনি যাবো।
মামীকে কিচ্ছু বলবেন না মামা।
একটা বিষয় কি জানো তোমার মামীকে আমি ডিভোর্স দিয়েছি।
কেন?
সে অনেক কথা।আমি একটা দীর্ঘনিঃশ্বাস গোপন করলাম।আমি জয়কে বললাম,চল এখনি আমার ভাগ্নি টাকে দেখে আসি।আহারে!
জয় খুব বিনম্রভাবে আমাকে সাথে নিয়ে ওর ঘরের উদ্দেশ্য রওয়ানা করল।আমি খুব আগ্রহ নিয়ে ছেলেটার সাথে হেঁটে চলছি।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরশ ১৯/০৬/২০১৬
    ভাল
  • রহিমুল্লাহ শরিফ ১৯/০৬/২০১৬
    darun
  • ফয়জুল মহী ১৮/০৬/২০১৬
    মহিমাময় রচনা
  • অঙ্কুর মজুমদার ১৮/০৬/২০১৬
    vlo
  • মোনালিসা ১৮/০৬/২০১৬
    সুন্দর
  • স্বার্থক ছোট গল্প ...:::
    • গোপেশ দে ১৮/০৬/২০১৬
      একটু বেশি বলা হয়ে গেলো কবিবন্ধু
      • Oh!
        no, really.

        লিখুন আরো
        প্রাণ ভরে

        ..::ধন্যবাদ..::
        • গোপেশ দে ১৮/০৬/২০১৬
          আপনাকেও ধন্যবাদ আর শুভেচ্ছা
 
Quantcast