বুকে কবিতা টাঙিয়ে রাখি
রবার্ট ফ্রস্টের কবিতাটি মনে পড়ে
গেল
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
কবিতাটিকে পতাকা করে রাখি
সেই পতাকা যেখানে যাই
সেখানেই টাঙিয়ে দেই
আমার অবচেতন মন দিয়ে!
দূরের ল্যামপোস্ট ভেংচি কাটে
রাতের বেলায়
আমার কবিতা টাঙানো দেখে
হাসে শুধু হাসে!
আমি ওকে পাত্তা না দিয়ে
সিগ্রেট ধরাই
ওদের বোঝাতে চাই-আমি দূরগামী
অন্ধকার রাস্তায় আমি নিয়ন আলো
হয়ে হেঁটে বেড়াব।
দুপাশে জঙ্গল থাকলেও ভয় পাবোনা!
বাঘ,হায়েনা এমনকি ডাইনোসরকেও!
অনেক দূর অবধি যেতে হবে আমাকে।
আমার সঙ্গী শুধু এই আমি
আর বুকে সেই পতাকা টাঙিয়ে
রাখি
আমার অবচেতন মন দিয়ে।
গেল
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
কবিতাটিকে পতাকা করে রাখি
সেই পতাকা যেখানে যাই
সেখানেই টাঙিয়ে দেই
আমার অবচেতন মন দিয়ে!
দূরের ল্যামপোস্ট ভেংচি কাটে
রাতের বেলায়
আমার কবিতা টাঙানো দেখে
হাসে শুধু হাসে!
আমি ওকে পাত্তা না দিয়ে
সিগ্রেট ধরাই
ওদের বোঝাতে চাই-আমি দূরগামী
অন্ধকার রাস্তায় আমি নিয়ন আলো
হয়ে হেঁটে বেড়াব।
দুপাশে জঙ্গল থাকলেও ভয় পাবোনা!
বাঘ,হায়েনা এমনকি ডাইনোসরকেও!
অনেক দূর অবধি যেতে হবে আমাকে।
আমার সঙ্গী শুধু এই আমি
আর বুকে সেই পতাকা টাঙিয়ে
রাখি
আমার অবচেতন মন দিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ১৬/০৬/২০১৬অন্যরকম ভালো লাগলো
-
অঙ্কুর মজুমদার ০৯/০৬/২০১৬vlo
-
রইস উদ্দিন খান আকাশ ০৯/০৬/২০১৬আরও সুন্দর কিছু আশা করছি
-
বিশ্বামিত্র ০৮/০৬/২০১৬বেশ সাহসী লেখা হয়েছে ,ভালো লাগলো।
-
শ্রীরূপা লাহিড়ি ০৭/০৬/২০১৬khub bhalo laglo