এলো বৈশাখ
এলো বৈশাখ
-আবু তালেব
আকাশ গঙ্গায় বিশাখা নক্ষত্র, মর্তে বৈশাখ,
বাংলায় নববর্ষ। নিঃশব্দে নয়, এসেছে চৈত্র-
সংক্রান্তির শিরে পা রেখে প্রচন্ড দাবদাহ
নিয়ে দোর্দণ্ড প্ৰতাপে। কাল বৈশাখীর নৃত্যে।
জমিদারের দুগ্ধস্নান আজ আর নেই । বিদায় পূন্যাহ,
পান্তায় ইলিশ উধাও। পদ্মায় আকাল। ঝরে
গেছে যা কিছু ঝরার, তরু শিরে নতুন পাতার
জাগরনী গান। সাজিয়েছে দোকানীর হালখাতার
দোকান-পশরা। নতুন পোশাকে বাংলার বাঙালী।
গ্রাম-গঞ্জে আদি থেকে আদিগন্ত রঙ । সেজেছে
বৈশাখী মেলা। গ্রামীন জন-গোষ্ঠীর এ আনন্দ
উৎসব গেছে নগরে ছড়িয়ে। নেকমর্দান থেকে
সুন্দর বন, আর পাহাড়ী আদিবাসী অঞ্চল
রমনার বটমূলে একাকার।
বাঙালী আজ
অস্তিত্বের খোঁজে, শেকড়ের সন্ধানে। চেতনার
আয়োজন আবহমান-কাল বাহারী রঙে। হাজার
অনুষ্ঠানের ডালী, বর্ষবরণ, মঙ্গল-শোভাযাত্রা।
এ এক বাঙালী মেলা। বাংলার ঘরে ঘরে বৈশাখ।
-আবু তালেব
আকাশ গঙ্গায় বিশাখা নক্ষত্র, মর্তে বৈশাখ,
বাংলায় নববর্ষ। নিঃশব্দে নয়, এসেছে চৈত্র-
সংক্রান্তির শিরে পা রেখে প্রচন্ড দাবদাহ
নিয়ে দোর্দণ্ড প্ৰতাপে। কাল বৈশাখীর নৃত্যে।
জমিদারের দুগ্ধস্নান আজ আর নেই । বিদায় পূন্যাহ,
পান্তায় ইলিশ উধাও। পদ্মায় আকাল। ঝরে
গেছে যা কিছু ঝরার, তরু শিরে নতুন পাতার
জাগরনী গান। সাজিয়েছে দোকানীর হালখাতার
দোকান-পশরা। নতুন পোশাকে বাংলার বাঙালী।
গ্রাম-গঞ্জে আদি থেকে আদিগন্ত রঙ । সেজেছে
বৈশাখী মেলা। গ্রামীন জন-গোষ্ঠীর এ আনন্দ
উৎসব গেছে নগরে ছড়িয়ে। নেকমর্দান থেকে
সুন্দর বন, আর পাহাড়ী আদিবাসী অঞ্চল
রমনার বটমূলে একাকার।
বাঙালী আজ
অস্তিত্বের খোঁজে, শেকড়ের সন্ধানে। চেতনার
আয়োজন আবহমান-কাল বাহারী রঙে। হাজার
অনুষ্ঠানের ডালী, বর্ষবরণ, মঙ্গল-শোভাযাত্রা।
এ এক বাঙালী মেলা। বাংলার ঘরে ঘরে বৈশাখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৮/০৪/২০১৮দারুণ কবিতা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৪/২০১৮বেশ লাগল
-
সাঁঝের তারা ১৬/০৪/২০১৮খুব সুন্দর ...
-
লিখন মাহমুদ ১৬/০৪/২০১৮কবিতাপাঠে মুগ্ধ!!!
শুভকামনা সতত কবি।