একরামুল হক
একরামুল হক-এর ব্লগ
-
সে আবার এসেছিল
বালিহাঁস যখন বাতাশের বুক চিরে ঘরে ফিরে
সমুদ্রের সফেদ ফেনা ঢেউয়ে ঢেউয়ে দিগন্তে হারায়
পাহাড়ী ঝরনার ধাঁরা দেখে [বিস্তারিত] -
নন্দনী তোমাকে আগুনে ঝাপ দিতে বলছি না
আমার জগতটা গোছাতেও হবে না
কারন! উড়ে যাওয়া শিমুল তুলো ধরাটা
এখন আর সাজে না [বিস্তারিত] -
আমি বৃত্তের বাইরে দাড়িয়ে
যেখানে এসে থেমে গেছে তোমার মনের পরিধি।
তোমাকে ঘিরে কল্পনা যে সুক্ষ্ণ জাল বুনেছে
তাকে উপেক্ষা করা এভারেস্ট বিজয়ের সামিল। [বিস্তারিত] -
শিশিরের সবুজ খামে
যে চিঠি পাঠিয়েছি তোমার নামে
তুমি পড়ে দেখেছ কি একটি বার?
সে'টি আমার করুন অপেক্ষার ক্ষুদ্র সংস্কার. [বিস্তারিত] -
এখানে আকাশখানি নীল
মিশে গেছে দিগন্তে
রৌদ্র-ছায়া, মেঘের ভেলায় করে মিছিল
দিনের অন্তে [বিস্তারিত] -
পেজা তুলার ন্যায় ধবল ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের
মাঝে; যখন হারিয়ে বসি আবেগ
উজানের হিমেল বাতাশ হয়ে গলিয়ে দাও
আমার সৃষ্টি, মাথাচড়া দিয়ে উঠে উদ্বেগ। [বিস্তারিত]