অপেক্ষা
সে আবার এসেছিল
বালিহাঁস যখন বাতাশের বুক চিরে ঘরে ফিরে
সমুদ্রের সফেদ ফেনা ঢেউয়ে ঢেউয়ে দিগন্তে হারায়
পাহাড়ী ঝরনার ধাঁরা দেখে
লোনা জল গায়ে মেখে
যখন পাহাড়ী রাস্তা ধরে ফিরছিলাম
আমি আবার তাকে দেখেছি
গৌধূলির সিগ্ধ ছায়ায়
সারা বাংলার পথে ঘাঁটে
আলো কি বা আঁধারে
আমি তাকে খুজেছি আমার চারপাশে
সুদূর অখ্যাত নদীর অব-বাহিকায়
পথ ভুলে দেখে এসেছি ছায়ানট
ভ্রান্তি-বিলাসে খিড়কী ধরে
সেদিন বসে থেকেছি রাত্রিময়
এঁকেছি শত অজ্ঞাত ছবি মনের পাতায়
আর! থেকেছি শেষ পাখিটার ঘরে ফিরার অপেক্ষায়
বালিহাঁস যখন বাতাশের বুক চিরে ঘরে ফিরে
সমুদ্রের সফেদ ফেনা ঢেউয়ে ঢেউয়ে দিগন্তে হারায়
পাহাড়ী ঝরনার ধাঁরা দেখে
লোনা জল গায়ে মেখে
যখন পাহাড়ী রাস্তা ধরে ফিরছিলাম
আমি আবার তাকে দেখেছি
গৌধূলির সিগ্ধ ছায়ায়
সারা বাংলার পথে ঘাঁটে
আলো কি বা আঁধারে
আমি তাকে খুজেছি আমার চারপাশে
সুদূর অখ্যাত নদীর অব-বাহিকায়
পথ ভুলে দেখে এসেছি ছায়ানট
ভ্রান্তি-বিলাসে খিড়কী ধরে
সেদিন বসে থেকেছি রাত্রিময়
এঁকেছি শত অজ্ঞাত ছবি মনের পাতায়
আর! থেকেছি শেষ পাখিটার ঘরে ফিরার অপেক্ষায়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ১৫/০৫/২০১৮ভালো লাগলো । তবে বাধা , ঘাটে হবে বানানগুলো ॥
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৫/২০১৮অসাধারন সুন্দর কবিতা।
-
সাঁঝের তারা ১৩/০৫/২০১৮বেশ
-
রনি বিশ্বাস ১৩/০৫/২০১৮বেশ ভাল লাগল