ব্যবধান
আমি বৃত্তের বাইরে দাড়িয়ে
যেখানে এসে থেমে গেছে তোমার মনের পরিধি।
তোমাকে ঘিরে কল্পনা যে সুক্ষ্ণ জাল বুনেছে
তাকে উপেক্ষা করা এভারেস্ট বিজয়ের সামিল।
আমি বলছি না, তোমাকে ছোঁয়া অসম্ভব!
তবু কখন যেন এক টুকরো সংকোচ হাত দু’টি গুটিয়ে দিয়েছে;
এক খন্ড সংকীর্ণতা বুকের চারপাশে
জমে থাকা হিম শৈল্য গলিয়ে দিয়েছে
আর সে হিম স্রোতে তোমাকে ভেসে যেতে দেখেছি
আমার মনের সীমানার বাইরে।
এই তো সেদিন ও তোমার পাশাপাশি হেঁটেছি
কল্পনাতে ছুঁয়ে দেখেছি তোমার কোমল দু’টি হাত
আজ হয়ত আমি বৈরি, উগ্র পন্থি
নয়তো পৃথিবীর নমনীয়তা দু’দিনে কেমনে ভুলিব?
তোমাকে ভালবেসে আপন করে নিতে গিয়ে
কেন আজ যোজন মাইল ব্যবধান বাড়াবো?
যেখানে এসে থেমে গেছে তোমার মনের পরিধি।
তোমাকে ঘিরে কল্পনা যে সুক্ষ্ণ জাল বুনেছে
তাকে উপেক্ষা করা এভারেস্ট বিজয়ের সামিল।
আমি বলছি না, তোমাকে ছোঁয়া অসম্ভব!
তবু কখন যেন এক টুকরো সংকোচ হাত দু’টি গুটিয়ে দিয়েছে;
এক খন্ড সংকীর্ণতা বুকের চারপাশে
জমে থাকা হিম শৈল্য গলিয়ে দিয়েছে
আর সে হিম স্রোতে তোমাকে ভেসে যেতে দেখেছি
আমার মনের সীমানার বাইরে।
এই তো সেদিন ও তোমার পাশাপাশি হেঁটেছি
কল্পনাতে ছুঁয়ে দেখেছি তোমার কোমল দু’টি হাত
আজ হয়ত আমি বৈরি, উগ্র পন্থি
নয়তো পৃথিবীর নমনীয়তা দু’দিনে কেমনে ভুলিব?
তোমাকে ভালবেসে আপন করে নিতে গিয়ে
কেন আজ যোজন মাইল ব্যবধান বাড়াবো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৯/০৯/২০১৭sundor prokash...
-
Tanju H ০৮/০৯/২০১৭চমৎকার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৯/২০১৭খুব ভালো বিষয়।
-
মোনালিসা ০৮/০৯/২০১৭