প্রত্যাবর্তন
পেজা তুলার ন্যায় ধবল ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের
মাঝে; যখন হারিয়ে বসি আবেগ
উজানের হিমেল বাতাশ হয়ে গলিয়ে দাও
আমার সৃষ্টি, মাথাচড়া দিয়ে উঠে উদ্বেগ।
অশরীরীয় আত্নার লাগামহীন ইচ্ছের বহিঃপ্রকাশে
আরো কিছুক্ষন ভাসতে চেয়েছি মেঘের ডানায়
বিজন মনের অঙ্গিনায় আঁকা ধুলিছাপ আর
কাংখিত আশা পদাদালিত তোমার আনাগোনায়
ভিজে গেল আমার ইচ্ছে ভেলা ভারী বর্ষনে
সত্যই আমি বিস্মিত তোমার প্রত্যাবর্তনে......
মাঝে; যখন হারিয়ে বসি আবেগ
উজানের হিমেল বাতাশ হয়ে গলিয়ে দাও
আমার সৃষ্টি, মাথাচড়া দিয়ে উঠে উদ্বেগ।
অশরীরীয় আত্নার লাগামহীন ইচ্ছের বহিঃপ্রকাশে
আরো কিছুক্ষন ভাসতে চেয়েছি মেঘের ডানায়
বিজন মনের অঙ্গিনায় আঁকা ধুলিছাপ আর
কাংখিত আশা পদাদালিত তোমার আনাগোনায়
ভিজে গেল আমার ইচ্ছে ভেলা ভারী বর্ষনে
সত্যই আমি বিস্মিত তোমার প্রত্যাবর্তনে......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত বিশ্বাস ২৩/০৮/২০১৭ভালো
-
দেবব্রত সান্যাল ২৪/০৫/২০১৬সমাপ্ত করে পোস্ট করুন