মোদের বাংলাদেশ
মোদের বাংলাদেশ
এই আমাদের স্বাধীন দেশ
লাখো জনতার রক্তের বিনিময়ে
স্বাধীন মোদের বাংলাদেশ।
শত্রুরা আজ হার মেনেছে
নত আজ তাদের শির,
লক্ষ্য আজ অর্জিত হয়েছে
ওহে প্রিয় বঙ্গবীর।
কেও হারিয়েছে প্রিয় জন
কেও বা সম্ভ্রম
তবুও তাদের মুখে হাঁসি
স্বাধীন হয়েছে যে দেশ।
জালিম শাসকের জুলুম
আজ হয়েছে অবসান
দেশবাসী আজ সব হারিয়ে
রেখেছে দেশের মান
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
নাই কোন বিদ্বেষ
আপন হয়ে থাকব মোরা
রাইবে না দুঃখের লেশ।
স্বাধীন বাংলা নতুন দেশ
গর্ব করে দাঁড়িয়ে আজ
মোদের বাংলাদেশ।
এই আমাদের স্বাধীন দেশ
লাখো জনতার রক্তের বিনিময়ে
স্বাধীন মোদের বাংলাদেশ।
শত্রুরা আজ হার মেনেছে
নত আজ তাদের শির,
লক্ষ্য আজ অর্জিত হয়েছে
ওহে প্রিয় বঙ্গবীর।
কেও হারিয়েছে প্রিয় জন
কেও বা সম্ভ্রম
তবুও তাদের মুখে হাঁসি
স্বাধীন হয়েছে যে দেশ।
জালিম শাসকের জুলুম
আজ হয়েছে অবসান
দেশবাসী আজ সব হারিয়ে
রেখেছে দেশের মান
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
নাই কোন বিদ্বেষ
আপন হয়ে থাকব মোরা
রাইবে না দুঃখের লেশ।
স্বাধীন বাংলা নতুন দেশ
গর্ব করে দাঁড়িয়ে আজ
মোদের বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ২৭/১১/২০১৯একদম। শুভ কামনা।
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ১৭/১২/২০১৩স্বদেশ প্রেমের কবিতাখানি লাগল অনেক ভালো
আসেন দেখি সবাই মিলে, জ্বালাই সুখের আলো -
Înšigniã Āvî ১৭/১২/২০১৩খুব সুন্দর.... খুব সাবলীল
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/১২/২০১৩আমার গর্বের জন্মভূমি। আমার সোনার বাংলাদেশ।
-
ইসমাত ইয়াসমিন ১৭/১২/২০১৩মোদের বাংলাদেশ।।আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।