জ্বলছে আমার দেশ
এ কি দেখি
যে দিকে তাকায়
দেখি কেবল হিংসার তুষানল
জ্বলছে সদা
দেখছে না কেও।
ধ্রুম জলে আঁধার করে
জনগণের ভাগ্য নিয়ে
খেলছে যে তারা( রাজনৈতিক দল)
ক্ষমতার খেল।
তিক্ততায়
আজ ভরে গেছে
সোনার বাংলার ধরণীতল।
নিরব চেয়ে দেখছে সবাই(জনগণ)
আসল নকল সবাই সমান
সবাই যেন একাকার।
এই যে খেলা খেলছে সবাই
যে যেমন পারছে
মারছে বল।
ভুক্ত ভুগি আম জনগণ
জ্বলছে সবাই
কেবল হিংসার তুষানল।
যে দিকে তাকায়
দেখি কেবল হিংসার তুষানল
জ্বলছে সদা
দেখছে না কেও।
ধ্রুম জলে আঁধার করে
জনগণের ভাগ্য নিয়ে
খেলছে যে তারা( রাজনৈতিক দল)
ক্ষমতার খেল।
তিক্ততায়
আজ ভরে গেছে
সোনার বাংলার ধরণীতল।
নিরব চেয়ে দেখছে সবাই(জনগণ)
আসল নকল সবাই সমান
সবাই যেন একাকার।
এই যে খেলা খেলছে সবাই
যে যেমন পারছে
মারছে বল।
ভুক্ত ভুগি আম জনগণ
জ্বলছে সবাই
কেবল হিংসার তুষানল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১২/২০১৩সত্য এব্ং খাটি কথা