www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সরকারি দল ও বিরোধী দল

সরকারি দল ও বিরোধী দল



@@@@বর্তমান এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি যে, আমরা জনগণ শান্তি শান্তি করলেও, দুই প্রধান রাজনৈতিক দল যে অশান্তির দেবদূত হয়ে আমাদের দেশে বিরাজ করছে।
এই কয়েক দিনে ঝরে গেল ----- টি প্রাণ। ------ গুলি পরিবার হল প্রিয়জন ছাড়া। এই পরিবার গুলির প্রতি সমবেদনা জানাচ্ছি।
@@@ আর এই দুই দলকে কবিতার মাধ্যমে জানাচ্ছি আন্তরের --------- ঘৃণা ।





@@সরকারি দল@@


ঘৃণ্য কাজে হাত পাকিয়ে
জুলুম নীতির স্বাদ চাখিয়ে
আছেন তারা সুখে!

জনগণের মন জিততে
তারায় আবার
নতুন করে
নতুন বাদ্য বাজায় যে।

কেনা তাদের বুদ্ধিজীবীরা
নতুন কথার
শ্রাদ্ধ সাজায়।

মরচে ধরা অস্ত্রে তারা
দিচ্ছে শান প্রকাশ্যে।

তবে কি হবে এবার
সংঘাতেরই শুভ সূচনা।

এই দেখে আমরা জনগণ
বলি ছিঃ ছিঃ..................।।


@@বিরোধী দল@@


কথায় কথায় দেশ উদ্ধারে
দেবে যেন
জানটা কুরবান।

দেশ উন্নয়নের কথা বলে
চলে আগে পিছে,
গোলা গুলি যেই না দেখে
লেজ গুটিয়ে বীর সেনানী
লুকায় ঘরের কোনে।

বিনা শ্রমে ঘেমে ঘেমে
শত স্বপ্নের জাল বোনে,
স্বপ্ন দেখে দেশ শাসনের
উজির নাজির স্বপ্নের ঘোরে
লাফ দেয় যে সংঘাতে।

শরম শরম লাজে ভরে
জনগণ বলে ছিঃ
রাজনীতিটা ছেড়েই দাও
এসব বাপু করো কি?

https://www.facebook.com/golammaula.akas/posts/601572223244040
২৬-১০-১৩ ১১.২২pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast