হিসাবের খতিয়ান
হিসাবের খতিয়ান
- সাগর আল হেলাল
আমাকে প্রত্যাখ্যানের আগে মেপে নিও তোমার
প্রাণ ও আত্মা,
যেই অভিযোগ আমার হৃদয়ের প্রতি
তার দায় ভার আছে কিনা
তোমার হৃদয়ের
খোঁজ নিয়ে দেখো তা-ও একবার...
কতোটুকু ভালোবাসা পেয়ে ভালোবাসা যায়
সেই প্রশ্ন যদি এসেই যায়
দেখে নিও ভালোবাসার খতিয়ান স্বয়ংয়ের,
আহরণ করেছি, হরণ হয়েছো বলেই
আমাকে দোষী করার আগে
বুঝে নিও নিজের দোষ...
মৃত্যুদণ্ড দিতে চাও আমাকে তুমি
জেনেছো কি তোমার মৃত্যুর দিন তারিখ...
সব ফুলে মালা গাঁথা যায় থাকে যদি
মালিনীর মন,
আমাকে নির্বাসন দাও
যেহেতু তুমিও যেতে চাও নির্বাসনে,
তোমার ভালোবাসার অপমৃত্যুর কারণ যদি হই আমি
তুমিও সমান অপরাধী একই দোষে...
-
২২।০৫।২০১৮
- সাগর আল হেলাল
আমাকে প্রত্যাখ্যানের আগে মেপে নিও তোমার
প্রাণ ও আত্মা,
যেই অভিযোগ আমার হৃদয়ের প্রতি
তার দায় ভার আছে কিনা
তোমার হৃদয়ের
খোঁজ নিয়ে দেখো তা-ও একবার...
কতোটুকু ভালোবাসা পেয়ে ভালোবাসা যায়
সেই প্রশ্ন যদি এসেই যায়
দেখে নিও ভালোবাসার খতিয়ান স্বয়ংয়ের,
আহরণ করেছি, হরণ হয়েছো বলেই
আমাকে দোষী করার আগে
বুঝে নিও নিজের দোষ...
মৃত্যুদণ্ড দিতে চাও আমাকে তুমি
জেনেছো কি তোমার মৃত্যুর দিন তারিখ...
সব ফুলে মালা গাঁথা যায় থাকে যদি
মালিনীর মন,
আমাকে নির্বাসন দাও
যেহেতু তুমিও যেতে চাও নির্বাসনে,
তোমার ভালোবাসার অপমৃত্যুর কারণ যদি হই আমি
তুমিও সমান অপরাধী একই দোষে...
-
২২।০৫।২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৩/০৫/২০১৮সুন্দর হয়েছে
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৫/২০১৮অসাধারণ শব্দ বিন্যাস।
-
কামরুজ্জামান সাদ ২৩/০৫/২০১৮কবিতার আলাদা মাদকতা খুঁজে পেলাম।ভাল লাগলো।