লোভ
ছন্নছাড়া এ জীবনে মানুষ রয়েছে কত লোভে,
বলতে গেলে হয়তো খাতা ভরে যাবে পাপে।
আরে লোভ লোভ বাঁচার লোভ কার না থাকে !
ভবের এই সংসারে সেই তো থাকে ঈশ্বর যারে রাখে।
চারিদিকে আজ শুধু হিংসা প্রতিহিংসার লড়াই,
ক্ষমতার লোভ বর্বর করেছে মানুষকে এ নেশায়।
আত্মীয় স্বজন পরিবার পরিজন সব ভুলে তবু ,
সম্পত্তির লোভে প্রাণহননেও হয় না কভু পিছু।
কামনা বাসনা রসনা লোভ যে ভরে আছে তাতে,
সুস্বাদু হরেক রকম মোহময় খাবারের স্বাদে।
এছাড়াও আছে এক লোভ বিচিত্র এ সংসারে,
অগোচরে দিবারাত্রি ঘুমাইলেও আশ মেটেনারে ।
বিদেশ বিভুই ঘোরাঘুরির লোভ কার না থাকে,
পকেটের জোর হলে তবে পাহাড় নদী ঝরনাও ডাকে।
আর যে একটা সুপ্ত লোভ হৃদয়ে রয়েছে সবার,
একটু ভালোবাসার লোভে মন ছুটে যায় বারবার।।
বলতে গেলে হয়তো খাতা ভরে যাবে পাপে।
আরে লোভ লোভ বাঁচার লোভ কার না থাকে !
ভবের এই সংসারে সেই তো থাকে ঈশ্বর যারে রাখে।
চারিদিকে আজ শুধু হিংসা প্রতিহিংসার লড়াই,
ক্ষমতার লোভ বর্বর করেছে মানুষকে এ নেশায়।
আত্মীয় স্বজন পরিবার পরিজন সব ভুলে তবু ,
সম্পত্তির লোভে প্রাণহননেও হয় না কভু পিছু।
কামনা বাসনা রসনা লোভ যে ভরে আছে তাতে,
সুস্বাদু হরেক রকম মোহময় খাবারের স্বাদে।
এছাড়াও আছে এক লোভ বিচিত্র এ সংসারে,
অগোচরে দিবারাত্রি ঘুমাইলেও আশ মেটেনারে ।
বিদেশ বিভুই ঘোরাঘুরির লোভ কার না থাকে,
পকেটের জোর হলে তবে পাহাড় নদী ঝরনাও ডাকে।
আর যে একটা সুপ্ত লোভ হৃদয়ে রয়েছে সবার,
একটু ভালোবাসার লোভে মন ছুটে যায় বারবার।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২৪/০৫/২০১৭দারুন হয়েছে বলে শুভেচ্ছা থাকল আমার জন্য
-
Tanju H ২৪/০৫/২০১৭অসাধারন,শুভেচ্ছা রইল।
-
রেজওয়ান উল হক জীবন ২৪/০৫/২০১৭রসে ভড়া!
-
সাঁঝের তারা ২৪/০৫/২০১৭ভালোবাসার লোভ - সুন্দর কথা!