করোনার আতংক
করোনা আতংক
পৃথিবীজুড়ে মানবের আজ ভয়ার্ত চিৎকার
আজকে কেনো ধরণী সব মিশে অন্ধকার
আলোর পথের যাত্রীরা সব কোথায় বলে দাও
বেখেয়ালি মানুষদের আজ শান্ত করে যাও
ঝরছে যে প্রাণ লাখে লাখে
হাজার শত অংকে রেখে
যুদ্ধ চলছে,আজ উঠে মানব নাও যে অঙ্গীকার!
কাছাকাছি কেনো থাকো
৩ ফুট দুরত্ব রাখো,,
হাত ধরে মেলামেশা বন্ধ রাখো কদিন
আল্লাহর রহমে পাবো মোরা কাছাকাছিই সুদিন।
চার মাস হলো বয়স
মৃত্যুপুরীর আজ,
পরিস্থিতি সামলে রাখো
স্বাস্থ্য মেনেই কাজ।
সরকারি দায়িত্ব ভার একটু মেনে আজ
ঘরে আছি ১৬ দিন,মাথায় পড়ছে বাজ।
কি যে করি,
ভেবেই মরি,
খবর দেখি যখন,
করোনা আজ
মহামারী,
আশায় ধরায় জখম।
যারা বলে ভাগ্যে থাকলে করোনা তো নাই
দেশটা তো গাফলতির হচ্ছে বুঝি ছাই,
তকদিরেতে বিশ্বাস ভালো
দেখায় এবাদতের আলো,
কিন্তু আল্লাহও বলেছেন তদবির সাথে চাই।
তাই তো বিজ্ঞ বলেন শুধুই
সাবধানের মার নাই।
হাত না ধুয়ে,নখ না কেটে
সব মানুষের কাছে সেঁটে
করোনাকে কাছে ডেকে
মারছো কেন ভাই?
অসামাজিক বলবো না তো
পরিস্থিতি বড্ড ভীত
একটু অসামাজিক হও
আজকে বলছি তাই।
অপ্রয়োজনে বেরিও না আজ
মাস্ক পরতে নেই তো লাজ
হাতটা তুমি না মেলালে
হৃদয় ভাঙবে না
আরেকজনে রোগ ছডিয়ে
গুনাহ করো না।
সাবান দিয়ে হাত ধুয়ে নাও
সাহায্য আজ সবাইরে দাও,
দেশটাকে আজ ভালবেসে
এবাদতে মিলেমিশে
সবাই মিলে দূরে থেকে
এই কিছু মাস ঘরে থেকে
চাহিদাদের বন্ধ রেখে
একলা চলো রে!
সাবধানে,ভালো থেকে,পৃথিবীকে ভালো রেখে
আলোর পথে চলো আমরা চলি,
নামাজ,কোরান,রোজা,সাবধানতা
আল্লাহর রহমতে যাবে এই ব্যাথা
সবে মিলে একসাথে,
সাবধানতার রথে,
জয়ী হবো পৃথিবীটা সামনে রেখে!
পৃথিবীজুড়ে মানবের আজ ভয়ার্ত চিৎকার
আজকে কেনো ধরণী সব মিশে অন্ধকার
আলোর পথের যাত্রীরা সব কোথায় বলে দাও
বেখেয়ালি মানুষদের আজ শান্ত করে যাও
ঝরছে যে প্রাণ লাখে লাখে
হাজার শত অংকে রেখে
যুদ্ধ চলছে,আজ উঠে মানব নাও যে অঙ্গীকার!
কাছাকাছি কেনো থাকো
৩ ফুট দুরত্ব রাখো,,
হাত ধরে মেলামেশা বন্ধ রাখো কদিন
আল্লাহর রহমে পাবো মোরা কাছাকাছিই সুদিন।
চার মাস হলো বয়স
মৃত্যুপুরীর আজ,
পরিস্থিতি সামলে রাখো
স্বাস্থ্য মেনেই কাজ।
সরকারি দায়িত্ব ভার একটু মেনে আজ
ঘরে আছি ১৬ দিন,মাথায় পড়ছে বাজ।
কি যে করি,
ভেবেই মরি,
খবর দেখি যখন,
করোনা আজ
মহামারী,
আশায় ধরায় জখম।
যারা বলে ভাগ্যে থাকলে করোনা তো নাই
দেশটা তো গাফলতির হচ্ছে বুঝি ছাই,
তকদিরেতে বিশ্বাস ভালো
দেখায় এবাদতের আলো,
কিন্তু আল্লাহও বলেছেন তদবির সাথে চাই।
তাই তো বিজ্ঞ বলেন শুধুই
সাবধানের মার নাই।
হাত না ধুয়ে,নখ না কেটে
সব মানুষের কাছে সেঁটে
করোনাকে কাছে ডেকে
মারছো কেন ভাই?
অসামাজিক বলবো না তো
পরিস্থিতি বড্ড ভীত
একটু অসামাজিক হও
আজকে বলছি তাই।
অপ্রয়োজনে বেরিও না আজ
মাস্ক পরতে নেই তো লাজ
হাতটা তুমি না মেলালে
হৃদয় ভাঙবে না
আরেকজনে রোগ ছডিয়ে
গুনাহ করো না।
সাবান দিয়ে হাত ধুয়ে নাও
সাহায্য আজ সবাইরে দাও,
দেশটাকে আজ ভালবেসে
এবাদতে মিলেমিশে
সবাই মিলে দূরে থেকে
এই কিছু মাস ঘরে থেকে
চাহিদাদের বন্ধ রেখে
একলা চলো রে!
সাবধানে,ভালো থেকে,পৃথিবীকে ভালো রেখে
আলোর পথে চলো আমরা চলি,
নামাজ,কোরান,রোজা,সাবধানতা
আল্লাহর রহমতে যাবে এই ব্যাথা
সবে মিলে একসাথে,
সাবধানতার রথে,
জয়ী হবো পৃথিবীটা সামনে রেখে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৫/২০২০Good.
-
রহমতুল্লাহ লিখন ১০/০৫/২০২০ধন্যবাদ
-
কে এম শাহ্ রিয়ার ১০/০৫/২০২০Goof
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০বস্তুনিষ্ঠ প্রকাশ