www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করোনার আতংক

করোনা আতংক

পৃথিবীজুড়ে মানবের আজ ভয়ার্ত চিৎকার
আজকে কেনো ধরণী সব মিশে অন্ধকার
আলোর পথের যাত্রীরা সব কোথায় বলে দাও
বেখেয়ালি মানুষদের আজ শান্ত করে যাও
ঝরছে যে প্রাণ লাখে লাখে
হাজার শত অংকে রেখে
যুদ্ধ চলছে,আজ উঠে মানব নাও যে অঙ্গীকার!


কাছাকাছি কেনো থাকো
৩ ফুট দুরত্ব রাখো,,
হাত ধরে মেলামেশা বন্ধ রাখো কদিন
আল্লাহর রহমে পাবো মোরা কাছাকাছিই সুদিন।
চার মাস হলো বয়স
মৃত্যুপুরীর আজ,
পরিস্থিতি সামলে রাখো
স্বাস্থ্য মেনেই কাজ।


সরকারি দায়িত্ব ভার একটু মেনে আজ
ঘরে আছি ১৬ দিন,মাথায় পড়ছে বাজ।
কি যে করি,
ভেবেই মরি,
খবর দেখি যখন,
করোনা আজ
মহামারী,
আশায় ধরায় জখম।


যারা বলে ভাগ্যে থাকলে করোনা তো নাই
দেশটা তো গাফলতির হচ্ছে বুঝি ছাই,
তকদিরেতে বিশ্বাস ভালো
দেখায় এবাদতের আলো,
কিন্তু আল্লাহও বলেছেন তদবির সাথে চাই।
তাই তো বিজ্ঞ বলেন শুধুই
সাবধানের মার নাই।

হাত না ধুয়ে,নখ না কেটে
সব মানুষের কাছে সেঁটে
করোনাকে কাছে ডেকে
মারছো কেন ভাই?
অসামাজিক বলবো না তো
পরিস্থিতি বড্ড ভীত
একটু অসামাজিক হও
আজকে বলছি তাই।
অপ্রয়োজনে বেরিও না আজ
মাস্ক পরতে নেই তো লাজ
হাতটা তুমি না মেলালে
হৃদয় ভাঙবে না
আরেকজনে রোগ ছডিয়ে
গুনাহ করো না।

সাবান দিয়ে হাত ধুয়ে নাও
সাহায্য আজ সবাইরে দাও,
দেশটাকে আজ ভালবেসে
এবাদতে মিলেমিশে
সবাই মিলে দূরে থেকে
এই কিছু মাস ঘরে থেকে
চাহিদাদের বন্ধ রেখে
একলা চলো রে!


সাবধানে,ভালো থেকে,পৃথিবীকে ভালো রেখে
আলোর পথে চলো আমরা চলি,
নামাজ,কোরান,রোজা,সাবধানতা
আল্লাহর রহমতে যাবে এই ব্যাথা
সবে মিলে একসাথে,
সাবধানতার রথে,
জয়ী হবো পৃথিবীটা সামনে রেখে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast