আমার সুতীক্ষ্ণ দৃষ্টি
লক্ষভেদী দুর্দান্ত তীরন্দাজের তূনীর থেকে
যখন কোনো তীর ছুটে যায়,
তা থেকে বাঁচার কোনো সাধ্য আছে বন হরিণীর?
কিংবা নরম ঘাসে কামড় বসানো
সুন্দর খরগোশ কি বাঁচতে পারে
দ্রুতগামী চিতার থাবা থেকে?
তেমনি আমার সুতীক্ষ্ণ দৃষ্টি থেকেও
তোমার কোনো রেহাই নেই!
একসেলেটরে পা রাখা মাত্রই
শূন্যে উড়াল দেয় আমার যান!
লাগাম ছাড়া উর্ধ্বশ্বাসে
তীরবেগে ছুটে চলে আমার অশ্ব!
তোমার শরীরের ভাঁজে ভাঁজে তীরের ফলার মতোই
গেঁথে যায় আমার দুচোখ!
যখন কোনো তীর ছুটে যায়,
তা থেকে বাঁচার কোনো সাধ্য আছে বন হরিণীর?
কিংবা নরম ঘাসে কামড় বসানো
সুন্দর খরগোশ কি বাঁচতে পারে
দ্রুতগামী চিতার থাবা থেকে?
তেমনি আমার সুতীক্ষ্ণ দৃষ্টি থেকেও
তোমার কোনো রেহাই নেই!
একসেলেটরে পা রাখা মাত্রই
শূন্যে উড়াল দেয় আমার যান!
লাগাম ছাড়া উর্ধ্বশ্বাসে
তীরবেগে ছুটে চলে আমার অশ্ব!
তোমার শরীরের ভাঁজে ভাঁজে তীরের ফলার মতোই
গেঁথে যায় আমার দুচোখ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/১২/২০১৬অল্প হলেও, চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন ভাল থাকুন সবসময় প্রিয় কবি।