ওই যে ওই খানে
যে মানস আমার প্রাণকে টানিয়া
নিতে চায় তার প্রাণে
সে মানস আমি যাচিয়া বেড়াই
এখানে না, ওই যে! ওই খানে!
স্বরলিপিতে যারে যায় না গো বাঁধা,
দেহ দুলাইয়া তোলে সুর!
চোখের বাইলাতা সংযত করি,
তবু, শব্দ তোলে একটি নূপুর!
ডান হাতে সে বাজু পিন্দিয়া
আমারে করিলো জাদু
আমিও কি একলাই ঘোরে নাকি?
সকল কলার কাতু!
মনের জমিনে নিংড়ায়ে পিরিত
নষ্ট করিছে শত লোক
সে মানুষের গতরে লেলিয়ে দেবো
আশিটি চীনা জোঁক
২৩/০৮/২০
০১ঃ৪৭ মাতাল রাত
নিতে চায় তার প্রাণে
সে মানস আমি যাচিয়া বেড়াই
এখানে না, ওই যে! ওই খানে!
স্বরলিপিতে যারে যায় না গো বাঁধা,
দেহ দুলাইয়া তোলে সুর!
চোখের বাইলাতা সংযত করি,
তবু, শব্দ তোলে একটি নূপুর!
ডান হাতে সে বাজু পিন্দিয়া
আমারে করিলো জাদু
আমিও কি একলাই ঘোরে নাকি?
সকল কলার কাতু!
মনের জমিনে নিংড়ায়ে পিরিত
নষ্ট করিছে শত লোক
সে মানুষের গতরে লেলিয়ে দেবো
আশিটি চীনা জোঁক
২৩/০৮/২০
০১ঃ৪৭ মাতাল রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৫/০৮/২০২০Sundor
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৮/২০২০ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০৮/২০২০অসাধারণ
-
কুমারেশ সরদার ২৩/০৮/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২৩/০৮/২০২০চমৎকার ll
-
আলম সারওয়ার ২২/০৮/২০২০চমত্কার লিখনি কবিজি। শুভেচ্ছা জানবেন অসংখ্য