হুল লইছি
আঁই আঁডা হঁতে বন্দুর বাইত গেছি
হুল লইছি কদু আর হাক-লতা বেছি
হুলঅ রায় ন', আঁর লগেঅ কয় ন' কতা
হিতিয়ে মনে অয় ভুলি গেছে মানবতা!
কত গোস্বা আঁর উরফে হিতিয়ে দেয়াইলো
বুঝি ন' এত এত অভিমান কন্ডে হাইলো
গাঙের হায় আছিলো হিতির বাফের ঘর
ছন ঝরি ঝরি হ'র, খুঁডাও লাগের গড়মড়।
তোরগো এত অভাব কিল্লাই? ওরে মানসী!
ঘ'দ্দুয়ারে খাবওই দরদ দি' আঁই জিজ্ঞাইছি
ত' হিতিয়ে কতা কয় ন' চোক দুইয়ান মেলি
আঁইঅ হিল্লাই কিচ্ছু ন' কই আইছি চলি।
আঁই আইবের হ'রে বলে গুদ্দা হাই কাইনছে!
হেই রাইচ্চার হরেত্তুন কেইচ্ছা হরাণ টাইনছে,
আঁই কি জানিনে হেদিন হিতি যাইবো মরি?
কত খাতির দূরুই ঠেলি আঁরে আলগা করি!
২১/০৮/২০
১১ঃ৩২ রাত
হুল লইছি কদু আর হাক-লতা বেছি
হুলঅ রায় ন', আঁর লগেঅ কয় ন' কতা
হিতিয়ে মনে অয় ভুলি গেছে মানবতা!
কত গোস্বা আঁর উরফে হিতিয়ে দেয়াইলো
বুঝি ন' এত এত অভিমান কন্ডে হাইলো
গাঙের হায় আছিলো হিতির বাফের ঘর
ছন ঝরি ঝরি হ'র, খুঁডাও লাগের গড়মড়।
তোরগো এত অভাব কিল্লাই? ওরে মানসী!
ঘ'দ্দুয়ারে খাবওই দরদ দি' আঁই জিজ্ঞাইছি
ত' হিতিয়ে কতা কয় ন' চোক দুইয়ান মেলি
আঁইঅ হিল্লাই কিচ্ছু ন' কই আইছি চলি।
আঁই আইবের হ'রে বলে গুদ্দা হাই কাইনছে!
হেই রাইচ্চার হরেত্তুন কেইচ্ছা হরাণ টাইনছে,
আঁই কি জানিনে হেদিন হিতি যাইবো মরি?
কত খাতির দূরুই ঠেলি আঁরে আলগা করি!
২১/০৮/২০
১১ঃ৩২ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৮/২০২০beautiful
-
ফয়জুল মহী ২১/০৮/২০২০চমৎকার । সুন্দর লিখনশৈলি