রসিয়ার পিরিতের নেশা
নিশি রাইতে প্রাণ বন্ধুয়া সুরের বাঁশিতে
কি জানি কি কইতে কথা ডাকে আসিতে
পলক জড়াইয়া আসে তন্দ্রা করে ভর
বিষের বাঁশি সর্বগ্রাসী তোলে মনে ঝড়
কি মায়া লাগাইয়া আহা ভেতর বাহিরে
করিলো যাদু আমায় এত লোকের ভীড়ে
আমি হইলাম অন্তর্মুখী না ছাড়িলাম ঘর
রসিয়ার পিরিতের নেশা মনে বিঁধছে ডর
কালে কালে কত জনায় হৃদয়ো কাড়িয়া
কত খেলা খেইলাছিল অবলার মন নিয়া
বিষ খাইয়া বিষ হজম করি রাখো নি খবর
মনেতে পাইয়া দাগা দিলাম প্রেম কবর
২০/০৪/২০
১২ঃ৫৫ রাত
কি জানি কি কইতে কথা ডাকে আসিতে
পলক জড়াইয়া আসে তন্দ্রা করে ভর
বিষের বাঁশি সর্বগ্রাসী তোলে মনে ঝড়
কি মায়া লাগাইয়া আহা ভেতর বাহিরে
করিলো যাদু আমায় এত লোকের ভীড়ে
আমি হইলাম অন্তর্মুখী না ছাড়িলাম ঘর
রসিয়ার পিরিতের নেশা মনে বিঁধছে ডর
কালে কালে কত জনায় হৃদয়ো কাড়িয়া
কত খেলা খেইলাছিল অবলার মন নিয়া
বিষ খাইয়া বিষ হজম করি রাখো নি খবর
মনেতে পাইয়া দাগা দিলাম প্রেম কবর
২০/০৪/২০
১২ঃ৫৫ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলভী আমীর আল খামারী ২৩/০৪/২০২০পড়ে মনে হলো গীতিকবিতা। অন্তরা শেষে বা সেতুবন্ধ লাইনে কেন দাড়ি চিহ্ন নেই ,বুঝিনি।।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২০/০৪/২০২০একটা গান হয়ে যেতে পারে।
সুন্দর লেখনী -
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৪/২০২০খুব সুন্দর ছন্দের লিখন।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০৪/২০২০অসাধারন
-
আব্দুল হক ২০/০৪/২০২০বেশ লিখেছেন।
-
কুমারেশ সরদার ২০/০৪/২০২০নিসর্গ ফুটে উঠেছে
-
ফয়জুল মহী ১৯/০৪/২০২০লেখা পড়ে বিমোহিত হলাম।