মানবতা ছিঁড়ে খাওয়া মানুষগুলো
কেন পথের বাঁকে বাঁকে ছড়িয়ে ছিটিয়ে থাকে
মানবতা ছিঁড়ে খাওয়া মানুষগুলো
ত্রাণ দেয়া নয় যেন ঝুলিয়ে রেখেছে মুলো
গণহারে চুপসে যায় বোধের বেলুন
পিঠেতে চাপিয়ে বোঝা জোরসে ঠেলুন
আদার ব্যাপারী গুঁজে কানে তুলো!
মৌলিক চাহিদা নাকি রাষ্ট্র মেটাবে
অধিকারে সোচ্চার হলে পুলিশ পেটাবে
পুলিশ কি মানুষ নয়? এ কথা বলো?
১৭/০৪/২০২০
০৪ঃ৫৫ অপরাহ্ন
মানবতা ছিঁড়ে খাওয়া মানুষগুলো
ত্রাণ দেয়া নয় যেন ঝুলিয়ে রেখেছে মুলো
গণহারে চুপসে যায় বোধের বেলুন
পিঠেতে চাপিয়ে বোঝা জোরসে ঠেলুন
আদার ব্যাপারী গুঁজে কানে তুলো!
মৌলিক চাহিদা নাকি রাষ্ট্র মেটাবে
অধিকারে সোচ্চার হলে পুলিশ পেটাবে
পুলিশ কি মানুষ নয়? এ কথা বলো?
১৭/০৪/২০২০
০৪ঃ৫৫ অপরাহ্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৪/২০২০মানবতার মূল্য সর্বাগ্রে।
-
ফয়জুল মহী ১৭/০৪/২০২০Excellent.
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৭/০৪/২০২০অসাধারণ লেখনী