আলোর দুয়ার
আমি চাই ভোরের আলোয় আলোকিত হতে
আঁধার শেষে ফুটুক সে আলো
যে আলোয় তোমায় শুধু লাগুক আমার ভালো
আকাশ হতে ইচ্ছে করে, আজব সে কি নেশা
ইচ্ছের আকাশ জুড়ে তারার অবাধ মেলামেশা
তুমিও আকাশ ছোঁয়া জোছনাটুকু ঢালো
প্রাণে প্রাণে জাগুক আলোক রাশি
আলোর মেলায় ইচ্ছেমতন ভাসি
এমন করে আলোর দুয়ার খোলো
১৬/০৪/২০২০
১০ঃ৪৫ রাত
আঁধার শেষে ফুটুক সে আলো
যে আলোয় তোমায় শুধু লাগুক আমার ভালো
আকাশ হতে ইচ্ছে করে, আজব সে কি নেশা
ইচ্ছের আকাশ জুড়ে তারার অবাধ মেলামেশা
তুমিও আকাশ ছোঁয়া জোছনাটুকু ঢালো
প্রাণে প্রাণে জাগুক আলোক রাশি
আলোর মেলায় ইচ্ছেমতন ভাসি
এমন করে আলোর দুয়ার খোলো
১৬/০৪/২০২০
১০ঃ৪৫ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৪/২০২০অকৃত্রিম।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৭/০৪/২০২০অসাধারণ লেখনী
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৭/০৪/২০২০দারুন লিখেছেন কবি ।
-
আব্দুল হক ১৬/০৪/২০২০বেশ লিখেছেন।
-
ফয়জুল মহী ১৬/০৪/২০২০চমৎকার লেখা পড়লাম।