মৃত্যুই যদি
মৃত্যুই যদি দমিয়ে দিত জীবন
থামিয়ে দিত জীবনের যাবতীয় আয়োজন
তবে, আমি লিখে যেতাম বিধ্বংসী গান!
শত মৃত্যুহীনের মরে যাওয়া দেখে
শবদেহগুলো একপাশে সরিয়ে রেখে
তোমাকেই দিতাম লাশের সেইটুকু সম্মান!
যারপরনাই দ্বিধান্বিত হই
অপারগতার ব্যথা কারে যেন কই
এ পৃথিবী প্রাণের আকর, মৃত্যু কি শুধু অভিমান!
১৫/০৪/২০২০
০৭ঃ৩৬ সন্ধ্যা
থামিয়ে দিত জীবনের যাবতীয় আয়োজন
তবে, আমি লিখে যেতাম বিধ্বংসী গান!
শত মৃত্যুহীনের মরে যাওয়া দেখে
শবদেহগুলো একপাশে সরিয়ে রেখে
তোমাকেই দিতাম লাশের সেইটুকু সম্মান!
যারপরনাই দ্বিধান্বিত হই
অপারগতার ব্যথা কারে যেন কই
এ পৃথিবী প্রাণের আকর, মৃত্যু কি শুধু অভিমান!
১৫/০৪/২০২০
০৭ঃ৩৬ সন্ধ্যা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৮/০৪/২০২০সুন্দর লেখনী
-
ফয়জুল মহী ১৫/০৪/২০২০নন্দিত ভাবে উপস্থাপন ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৪/২০২০মৃত্যুই শেষ কথা নয়।
-
মোহাম্মদ মাইনুল ১৫/০৪/২০২০ছোট কিন্তু অর্থবহ!