রক্তাক্ত সুন্দর
তুইও আমার মতো বোধের আকর লাল
থুলথুলে এক দেহের ভেতর ক্ষোভের কঙ্কাল
পাহাড় হয়ে ঘুমিয়ে থেকে কোটি বছর গত
নদীর ছুটে চলারও ভেতর পুষে চলে ক্ষত
যে মানুষটা ভীষণ হাসে কঠিন সে অন্তর
আজব যুগে মানুষগুলো রক্তাক্ত সুন্দর
মনলোভা ফুলের মধু বিষের চেয়েও অধিক
প্রমাণিত ভুলই হয়তো মতের বেশী সঠিক
কারো জন্য বুঝতে কঠিন সরল গরল কথা
তরতরিয়ে ভুলের গাছে বাড়ছে তরুলতা
আদবকেতা মেনে কি আর ব্যাথার কষ্ট আসে
দুঃখ যারা ভুলতে চায় আসে বারোমাসে
১১/০৪/২০২০
০১ঃ৫০ রাত
থুলথুলে এক দেহের ভেতর ক্ষোভের কঙ্কাল
পাহাড় হয়ে ঘুমিয়ে থেকে কোটি বছর গত
নদীর ছুটে চলারও ভেতর পুষে চলে ক্ষত
যে মানুষটা ভীষণ হাসে কঠিন সে অন্তর
আজব যুগে মানুষগুলো রক্তাক্ত সুন্দর
মনলোভা ফুলের মধু বিষের চেয়েও অধিক
প্রমাণিত ভুলই হয়তো মতের বেশী সঠিক
কারো জন্য বুঝতে কঠিন সরল গরল কথা
তরতরিয়ে ভুলের গাছে বাড়ছে তরুলতা
আদবকেতা মেনে কি আর ব্যাথার কষ্ট আসে
দুঃখ যারা ভুলতে চায় আসে বারোমাসে
১১/০৪/২০২০
০১ঃ৫০ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১১/০৪/২০২০অসাধারণ লেখনী
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৪/২০২০অসাধারন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০৪/২০২০বেশ লিখেছেন তো।
-
ফয়জুল মহী ১০/০৪/২০২০Excellent
-
সৌনক পাটোয়ারী ১০/০৪/২০২০অসাধারণ কবিতা। ভালোথাকবেন প্রিয় কবি।