বটবৃক্ষের সমান দুঃখ
বটবৃক্ষের সমান দুঃখ, বনসাই আমার দেহ
অন্তর পোড়া বুকের জমিন, দেখলো নারে কেহ
ভাসায় আমায় চোখের জলে কাঁদায় দিবানিশি
পাহাড় সমান ভালোবাসা দিয়াছিলাম যারে
আলগা দুঃখের একখান সাগর দিলো সে আমারে
চোরাবালির উদর জুড়ে নিদয় জলরাশি
যে আকাশটা বিশাল ছিলো তোরই কারণে
সে আকাশটা ক্ষুদ্র লাগে তোরই বারণে
তবু, তোরই দেয়া দুঃখের সমান তোরে ভালোবাসি
০৬/০৪/২০২০
০৪ঃ১৮ অপরাহ্ন
অন্তর পোড়া বুকের জমিন, দেখলো নারে কেহ
ভাসায় আমায় চোখের জলে কাঁদায় দিবানিশি
পাহাড় সমান ভালোবাসা দিয়াছিলাম যারে
আলগা দুঃখের একখান সাগর দিলো সে আমারে
চোরাবালির উদর জুড়ে নিদয় জলরাশি
যে আকাশটা বিশাল ছিলো তোরই কারণে
সে আকাশটা ক্ষুদ্র লাগে তোরই বারণে
তবু, তোরই দেয়া দুঃখের সমান তোরে ভালোবাসি
০৬/০৪/২০২০
০৪ঃ১৮ অপরাহ্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৪/২০২০চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৪/২০২০বেশ তো!
-
ফয়জুল মহী ০৬/০৪/২০২০Excellent