মাইয়া তুই মাস্টারপিস
মাইয়া তুই একখান মাস্টারপিস
আমারে বানাইয়া পোড়া কাবাব
আবার গায়ে মাখিস লাল মরিচ
তোর জন্য জীবন বাজি, তুই পিরিতের মহাজন
লীলা বুঝিস খেলা বুঝিস যখন যেমন আয়োজন
তবুও নাই তোর বিরুদ্ধে আমার একটুও নালিশ
আমি মনে পুড়লাম, প্রাণে মরলাম
তবুও তোর পিছু না ছাড়লাম
যদি পারিস এবার না হয় একটু আমায় নিস্তার দিস
০৭/০৪/২০২০
০১ঃ৫৬ রাত
আমারে বানাইয়া পোড়া কাবাব
আবার গায়ে মাখিস লাল মরিচ
তোর জন্য জীবন বাজি, তুই পিরিতের মহাজন
লীলা বুঝিস খেলা বুঝিস যখন যেমন আয়োজন
তবুও নাই তোর বিরুদ্ধে আমার একটুও নালিশ
আমি মনে পুড়লাম, প্রাণে মরলাম
তবুও তোর পিছু না ছাড়লাম
যদি পারিস এবার না হয় একটু আমায় নিস্তার দিস
০৭/০৪/২০২০
০১ঃ৫৬ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৮/০৪/২০২০ভালো লাগলো।
-
শাফকাত সাবিল ০৮/০৪/২০২০ভালো লাগলো।আমি নতুন তারুণ্যে।একটু পরামর্শ দিবেন আশা করি।ভালো থাকবেন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৪/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০৭/০৪/২০২০মনোমুগ্ধকর লিখনশৈলি ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৪/২০২০দারুন
-
নিহারিকা মায়া ০৭/০৪/২০২০ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৪/২০২০beautiful