যে পাখি
যে পাখি বসত করে খাঁচার ভেতর
উড়াল দিয়েও ফিরে আসে আবার খাঁচায়
সে পাখি ফিরে এসে কারো কারো জীবন বাঁচায়
পাখিটির দু'টি ডানা নাম না জানা
ওড়ে পাখি জগত চিনে নেই সীমানা
মধ্যরাতের তারা জানে পাখি কি চায়
সজল চোখে তাকিয়ে থাকা কি তার ঝলক
পাখিটি উড়ে উড়ে ঝরায় শুধু ধবল পালক
পাখিটি মায়া ভুলে কোথায় হারায়!
০২/০৪/২০২০
১২ঃ১৫ অপরাহ্ন
উড়াল দিয়েও ফিরে আসে আবার খাঁচায়
সে পাখি ফিরে এসে কারো কারো জীবন বাঁচায়
পাখিটির দু'টি ডানা নাম না জানা
ওড়ে পাখি জগত চিনে নেই সীমানা
মধ্যরাতের তারা জানে পাখি কি চায়
সজল চোখে তাকিয়ে থাকা কি তার ঝলক
পাখিটি উড়ে উড়ে ঝরায় শুধু ধবল পালক
পাখিটি মায়া ভুলে কোথায় হারায়!
০২/০৪/২০২০
১২ঃ১৫ অপরাহ্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ০৩/০৪/২০২০সুন্দর
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০৪/২০২০Very good
-
ফয়জুল মহী ০২/০৪/২০২০ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৪/২০২০সুন্দর কবিতা, ধন্যবাদ কবি।