আজব দুনিয়ায়
তুই তো হইলি সোনার মোহর রূপার ধলা পাখি
একখান কষ্টি পাথর পাইলে যাচাই করতাম নাকি?
সোনা রূপা চিনতে পারে খাঁটি বানিয়ায়
পরাণ খাঁটি কেমনে চিনবো আজব দুনিয়ায়
বাইন্ধা রাখছে দমের মালিক, আমি আর যমে
এই নয়নে নাইবা চিনলাম দেখার নিয়মে
স্বতঃসিদ্ধ জানলাম যারে কানায় কানায়
মেঠো পথে রাখালিয়া বাজায় প্রাণের সুর
আমার পরাণ সয় না দেরী আর কতদূর
অচীন গাঁয়ে পাড়ি দিবো ধলা পাখির ডানায়
০২/০৪/২০২০
১২ঃ৪৫ রাত
একখান কষ্টি পাথর পাইলে যাচাই করতাম নাকি?
সোনা রূপা চিনতে পারে খাঁটি বানিয়ায়
পরাণ খাঁটি কেমনে চিনবো আজব দুনিয়ায়
বাইন্ধা রাখছে দমের মালিক, আমি আর যমে
এই নয়নে নাইবা চিনলাম দেখার নিয়মে
স্বতঃসিদ্ধ জানলাম যারে কানায় কানায়
মেঠো পথে রাখালিয়া বাজায় প্রাণের সুর
আমার পরাণ সয় না দেরী আর কতদূর
অচীন গাঁয়ে পাড়ি দিবো ধলা পাখির ডানায়
০২/০৪/২০২০
১২ঃ৪৫ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৪/২০২০ভাবের গান!
-
ফয়জুল মহী ০২/০৪/২০২০উপভোগ্য পড়া। আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৪/২০২০চমৎকার, কবি।
-
শরিফুল ইসলাম (1990) ০২/০৪/২০২০ভালো
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০৪/২০২০ভালো লিখছেন ।