সোনার ময়না
আমার বুকের পাঁজর যদি খুলিতে পারিতামরে
পিঞ্জিরার ভেতর পুষতাম ময়না পাখিটারে
যতন কইরা ডাকতাম তারে আদরে আদরে
সোনার ময়না বুঝতো যদি মনের বেদন কত
রাতারাতি কেমনে পাখি আমায় ছাইড়া যাইতো
আশার পাখি দিলো ফাঁকি পরাণ কোকিলারে
আমার আছে দমের কইতর
ছাইড়া গেলে হইয়া নিথর
তুমি কি জানোরে মানুষ চিননি তারে?
বুকের ভেতর জ্বলে খালি দাউ দাউ করে
কি মিনতি করি নাই আমি দমের কারিগরে
০১/০৪/২০২০
০৩ঃ৪৫ অপরাহ্ন
পিঞ্জিরার ভেতর পুষতাম ময়না পাখিটারে
যতন কইরা ডাকতাম তারে আদরে আদরে
সোনার ময়না বুঝতো যদি মনের বেদন কত
রাতারাতি কেমনে পাখি আমায় ছাইড়া যাইতো
আশার পাখি দিলো ফাঁকি পরাণ কোকিলারে
আমার আছে দমের কইতর
ছাইড়া গেলে হইয়া নিথর
তুমি কি জানোরে মানুষ চিননি তারে?
বুকের ভেতর জ্বলে খালি দাউ দাউ করে
কি মিনতি করি নাই আমি দমের কারিগরে
০১/০৪/২০২০
০৩ঃ৪৫ অপরাহ্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০১/০৪/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০৪/২০২০খুব ভালো লাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৪/২০২০চমৎকার লেখনী