আঁরে খালি কাঁন্দার (ফেনীর আঞ্চলিক ভাষায় লেখা)
আঁর বুকেত্তে হাঁত্তর ইকগা চাবি বোই রইছে
হাঁত্তর বোলে কাঁন্দি কাঁন্দি ঝর্ণা বানাইছে
ত কিল্লাই বিরাণ করি আঁরে খালি কাঁন্দার
হাআড় ইকগা আজার বছর এমন ঘুম দিছে
জানে না ত কোন মাইনষে হিয়ার কি অইছে
কত কিচ্ছা কত কাহিনী হুইনতে অইবো বান্দার
কত গল্ফ অল্ফ স্বল্ফ উডি আইছে গানে
আঁরে চাপা হাঁত্তর কি আর এতকেছু জানে?
আঁস্বন আইজ্জা হারাদিন লাগের কেইচ্ছা আঁন্ধার
০১/০৪/২০২০
০৭ঃ৫৫ সন্ধ্যা
হাঁত্তর বোলে কাঁন্দি কাঁন্দি ঝর্ণা বানাইছে
ত কিল্লাই বিরাণ করি আঁরে খালি কাঁন্দার
হাআড় ইকগা আজার বছর এমন ঘুম দিছে
জানে না ত কোন মাইনষে হিয়ার কি অইছে
কত কিচ্ছা কত কাহিনী হুইনতে অইবো বান্দার
কত গল্ফ অল্ফ স্বল্ফ উডি আইছে গানে
আঁরে চাপা হাঁত্তর কি আর এতকেছু জানে?
আঁস্বন আইজ্জা হারাদিন লাগের কেইচ্ছা আঁন্ধার
০১/০৪/২০২০
০৭ঃ৫৫ সন্ধ্যা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০৪/২০২০ভালো