তুই যে আমার
তুই যে আমার পরাণের ধন
যতন কইরা বুকেতে
পারিনা রে রাখিতে
জোনাক জ্বলা নিশি রাইতে
ইচ্ছা জাগে তোরে পাইতে
বকুল ফুলের সুবাসে তোর
গতরখানি মাখিতে
আলগা দোষে দূরে রইলি
দোষের কি দোষ না যে কইলি
একলা কি আর পারি আমি
তোরে ছাড়া থাকিতে
০১/০৪/২০২০
০৪ঃ৩৮ রাতভোর
যতন কইরা বুকেতে
পারিনা রে রাখিতে
জোনাক জ্বলা নিশি রাইতে
ইচ্ছা জাগে তোরে পাইতে
বকুল ফুলের সুবাসে তোর
গতরখানি মাখিতে
আলগা দোষে দূরে রইলি
দোষের কি দোষ না যে কইলি
একলা কি আর পারি আমি
তোরে ছাড়া থাকিতে
০১/০৪/২০২০
০৪ঃ৩৮ রাতভোর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাফকাত সাবিল ০৮/০৪/২০২০এই কবিতার ছন্দশৈলী আরো সমৃদ্ধ করলে ভালো হতো!
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৪/২০২০সুন্দর অভিব্যক্তি, ধন্যবাদ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০৪/২০২০ভালো
-
ফয়জুল মহী ০১/০৪/২০২০শিল্পসম্মত মনোভাবের প্রকাশ, ভালোই ।l
-
সয়েল সেলিম হাসান ০১/০৪/২০২০Bhalo
-
শাহীন রহমান (রুদ্র) ০১/০৪/২০২০দারুণ।