গাজী তারেক আজিজের করোনা বিষয়ক অনুকাব্য
১. বিশ্বজুড়ে ত্রাস
করোনা ভাইরাস
যদি না হয় রাশ
হবে জীবন নাশ
২. শুরু হলো লক ডাউন
আমরা আছি ঘরে
অবাধ বিচরণে কিন্তু
হাজার হাজার মরে
৩. রাস্তায় হলে বের
মাস্ক পরা চাই
জীবানু থেকে নচেৎ
সুরক্ষা নাই
৪. হয় দূরত্ব নয় মৃত্যু!
বাঁচতে জানতে হবে
স্বাস্থ্য বিধি মেনে চললে
সবাই সুফল পাবে
৫. 'হু' করলো ঘোষণা
মহামারী করোনা
গ্লাভস বিহীন হাতে হাত
কেউ কারো ধরো না
৬. খালি হাতে ধরলে টাকা
হাত ধোয়া লাগবে
আমার সদিচ্ছাতে
কোটি প্রাণ বাঁচবে
৭. ঘর বাড়ী যত্রতত্র
পরিষ্কার রাখুন
জীবানু মুক্ত থাকতে
স্যানিটাইজার মাখুন
৮. সুরক্ষা চাই, সুরক্ষাতে
অংশ নেবো স'বে
সম্মিলিতভাবে জয়
আমাদেরই হবে
৯. এই দুর্যোগ মোকাবেলায়
আমরা সবাই এক
জাগুক প্রাণে বিরাণ মনে
আমাদের বিবেক
১০. আল্লাহ তুমি সহায় থেকো
আমাদের আমলে
বান্দা জানায় করুণ আর্তি
যে জীবনের বলে
৩১/০৩/২০২০
০৫ঃ৩০
করোনা ভাইরাস
যদি না হয় রাশ
হবে জীবন নাশ
২. শুরু হলো লক ডাউন
আমরা আছি ঘরে
অবাধ বিচরণে কিন্তু
হাজার হাজার মরে
৩. রাস্তায় হলে বের
মাস্ক পরা চাই
জীবানু থেকে নচেৎ
সুরক্ষা নাই
৪. হয় দূরত্ব নয় মৃত্যু!
বাঁচতে জানতে হবে
স্বাস্থ্য বিধি মেনে চললে
সবাই সুফল পাবে
৫. 'হু' করলো ঘোষণা
মহামারী করোনা
গ্লাভস বিহীন হাতে হাত
কেউ কারো ধরো না
৬. খালি হাতে ধরলে টাকা
হাত ধোয়া লাগবে
আমার সদিচ্ছাতে
কোটি প্রাণ বাঁচবে
৭. ঘর বাড়ী যত্রতত্র
পরিষ্কার রাখুন
জীবানু মুক্ত থাকতে
স্যানিটাইজার মাখুন
৮. সুরক্ষা চাই, সুরক্ষাতে
অংশ নেবো স'বে
সম্মিলিতভাবে জয়
আমাদেরই হবে
৯. এই দুর্যোগ মোকাবেলায়
আমরা সবাই এক
জাগুক প্রাণে বিরাণ মনে
আমাদের বিবেক
১০. আল্লাহ তুমি সহায় থেকো
আমাদের আমলে
বান্দা জানায় করুণ আর্তি
যে জীবনের বলে
৩১/০৩/২০২০
০৫ঃ৩০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৩/২০২০
-
শাহীন রহমান (রুদ্র) ৩১/০৩/২০২০দারুণ লিখেছেন।
-
সমরেশ সুবোধ পড়্যা ৩১/০৩/২০২০কাব্যে সুন্দর আবেদন
-
সাইদুর রহমান ৩১/০৩/২০২০খুব সুন্দর লিখেছেন।
জয় করতে হবে নিকট।