তালতো ভাই (ফেনীর আঞ্চলিক ভাষায় লেখা)
আইয়েন যদি আন্ডা বাঈ হ'রায় থাকমু আন্নের লাই
মিডা মিডা কতা কমু তালতো বাই আর বইনে
এইচ্ছা রসের আলাপ কন্ডে দেয়াইতেন হাইরবেন্নে
গাছে বোলায় কুডুম হইক আইয়ে বুজি আমনা লোক
কত মানুষ রাস্তাদি যায় আম কাডলের দিনে
স'ম করি আন্নে আইজ্জা আইতেন হাইরবেন্নে
আন্নের লগে মনের কত কতা জমি রইছে
যেদিন আন্নে শেষবার আইছেন হইকে বোলাইছে
বাঈ গেছে দ'ফ'য়ানি হুয়াই গেছে বুকের হানি দেইখলে বুইজবেন্নে
৩১/০৩/২০২০
০১ঃ১৭ রাত
মিডা মিডা কতা কমু তালতো বাই আর বইনে
এইচ্ছা রসের আলাপ কন্ডে দেয়াইতেন হাইরবেন্নে
গাছে বোলায় কুডুম হইক আইয়ে বুজি আমনা লোক
কত মানুষ রাস্তাদি যায় আম কাডলের দিনে
স'ম করি আন্নে আইজ্জা আইতেন হাইরবেন্নে
আন্নের লগে মনের কত কতা জমি রইছে
যেদিন আন্নে শেষবার আইছেন হইকে বোলাইছে
বাঈ গেছে দ'ফ'য়ানি হুয়াই গেছে বুকের হানি দেইখলে বুইজবেন্নে
৩১/০৩/২০২০
০১ঃ১৭ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৩/২০২০চমৎকার।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০৩/২০২০সুন্দর লেখা...