আমি তোরে গোপণ করি
আমি তোরে গোপণ করি আপন করি রাতে
তোরে যে'বা প্রকাশ করি কি দাগ এই মনেতে
১শ ১টা ফুলের কি রূপ আমিতো দেখিনি
আপনের আপন ভেবেছি আর বেশী পারিনি
জলেতে কেঁদেছি গো ভরা বরষাতে
গানের পাখি কই পেলো সুর
এতো বিষাদ এতো বিধুর
আমার না হয় আমি রইলাম মনের বাসনাতে
জানে দয়াল জানে আল্লাহ জানে মহাজন
যেই নামে ডাকিলে বোঝ আমার আয়োজন
আমি তার কূল বুঝি না আকুল হইলাম ধাতে
২৮/০৩/২০২০
০২ঃ৪৫ রাত
তোরে যে'বা প্রকাশ করি কি দাগ এই মনেতে
১শ ১টা ফুলের কি রূপ আমিতো দেখিনি
আপনের আপন ভেবেছি আর বেশী পারিনি
জলেতে কেঁদেছি গো ভরা বরষাতে
গানের পাখি কই পেলো সুর
এতো বিষাদ এতো বিধুর
আমার না হয় আমি রইলাম মনের বাসনাতে
জানে দয়াল জানে আল্লাহ জানে মহাজন
যেই নামে ডাকিলে বোঝ আমার আয়োজন
আমি তার কূল বুঝি না আকুল হইলাম ধাতে
২৮/০৩/২০২০
০২ঃ৪৫ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০৩/২০২০সুন্দ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৩/২০২০সুন্দর