চলের কানাকানি (হেনীর আঞ্চলিক গীতি)
আঁর হালির দফয়াইনাঁ বেরাম আছে জানি
কতায় কতায় তুলি মাইত্তো দাঁ লয় টানি
কা'র লগে টাঙ্গকি মারের চ'লের কানাকানি
হালি আঁর মেট্টিকেত্তে টানা তিন বছর
হরিক্ষাত্তে হল দিলে আইয়ে হেইলের খবর
এ কতা কই শরম দিলে মারে কূলির হানি
আঁর হালিরে হছন্দ কইচ্ছে চাটগাঁইয়া নাগর
নাগর বোলে ঘুমের ভিত্তে দাঁতে কাডে জাবর
এত কতা হুনি হিতির বাইসশে হেরেশানি
ক'দিন বাদে হালির বিয়া অইবো ধুমধাড়াক্কা
মায়ে বাপে জাইনবের হরে কতা দিছে হাক্কা
লক্কর জক্কর টেইনের মত টানি নিবো ঘানি
২৮/০৩/২০২০
০২ঃ১৮ রাত
কতায় কতায় তুলি মাইত্তো দাঁ লয় টানি
কা'র লগে টাঙ্গকি মারের চ'লের কানাকানি
হালি আঁর মেট্টিকেত্তে টানা তিন বছর
হরিক্ষাত্তে হল দিলে আইয়ে হেইলের খবর
এ কতা কই শরম দিলে মারে কূলির হানি
আঁর হালিরে হছন্দ কইচ্ছে চাটগাঁইয়া নাগর
নাগর বোলে ঘুমের ভিত্তে দাঁতে কাডে জাবর
এত কতা হুনি হিতির বাইসশে হেরেশানি
ক'দিন বাদে হালির বিয়া অইবো ধুমধাড়াক্কা
মায়ে বাপে জাইনবের হরে কতা দিছে হাক্কা
লক্কর জক্কর টেইনের মত টানি নিবো ঘানি
২৮/০৩/২০২০
০২ঃ১৮ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৮/০৩/২০২০বিয়ে শুভ হোক।
-
ফয়জুল মহী ২৮/০৩/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন । দারুণ লেখা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৩/২০২০splendid!
a heart touching piece!