হুডানি দেয়ার (ফেনীর আঞ্চলিক ভাষায় লেখা গীতি কবিতা)
বিদেশেত্তুন আ'ই কালা হুডানি দেয়ার
ক'দিন বা'দে টের হাইবো জগতের কারবার
কত মাইনষে হেতের কাছে ট্যাঁয়া চায় ধার
বানুর বাপও হেইদেশে হেতের লগে থায়
দেশে আইতে হইত্তেবার চালানি হাডায়
নরম শরম হোলা কালা মনে ধরে মার
বিয়ার হরে বানু যদি বিদেশ যাইতো চায়
বছর খানিক হরে নিব রাজি বাপ-মায়
এতকিছু চিন্তা কইত্তে শরম লাগে তার
বিয়া শাদী অই গে'ল খোদার হজিলতে
আদর করি হাইলছে মায়ে কষ্ট করি রথে
মা'রে অস্বসর থুই বানু ন' যাইতো চা'র
২৭/০৩/২০২০
০২ঃ১০ রাত
ক'দিন বা'দে টের হাইবো জগতের কারবার
কত মাইনষে হেতের কাছে ট্যাঁয়া চায় ধার
বানুর বাপও হেইদেশে হেতের লগে থায়
দেশে আইতে হইত্তেবার চালানি হাডায়
নরম শরম হোলা কালা মনে ধরে মার
বিয়ার হরে বানু যদি বিদেশ যাইতো চায়
বছর খানিক হরে নিব রাজি বাপ-মায়
এতকিছু চিন্তা কইত্তে শরম লাগে তার
বিয়া শাদী অই গে'ল খোদার হজিলতে
আদর করি হাইলছে মায়ে কষ্ট করি রথে
মা'রে অস্বসর থুই বানু ন' যাইতো চা'র
২৭/০৩/২০২০
০২ঃ১০ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২৭/০৩/২০২০দারুন
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৩/২০২০প্রমিত বাংলা হোক সাহিত্যের ভাষা।
-
একনিষ্ঠ অনুগত ২৭/০৩/২০২০ভালইতো বুঝতে পারছি ফেনীর ভাষা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৩/২০২০ভালো