নিদয় হইয়ো না
রাত্তির পেলে জোছনায় গড়ি মনের বিলাসী বাড়ী
তুমি থাকলে পূর্ণিমায় করি চাঁদ নিয়ে কাড়াকাড়ি
আমি যে তোমার এ কথা মানো নিদয় হইয়ো না
ঝিরিঝিরি হাওয়া হারায়ে পাওয়া যাই কইয়ো না
ভালোবেসো বেসো গো আমায় রেখো অন্তরে
ফিরে এসো এসো গো আমার হৃদয় বন্দরে
তোমাকে দেবার যা কিছু ছিলো দিয়েছি সবই তার
গীতিতে চাই, সিঁথিতে চাই, চাই গো তোমায় আবার
আপন না করে একবারও তুমি খবর লইয়ো না
আমি যে তোমার এ কথা মানো নিদয় হইয়ো না
যে ফুলের মালা বাড়ায় জ্বালা সে মালা ছিঁড়ে ফেলেছি
আসবে ফিরে এমন আশায় হাজার প্রদীপ জ্বেলেছি
আমি যে তোমার এ কথা মানো, মানো না মানার যত কথা
পারুল বনে নেমেছে এ ক্ষণে বিষাদের নীল নীরবতা
ঝিরিঝিরি হাওয়া হারায়ে পাওয়া যাই কইয়ো না
আমি যে তোমার এ কথা মানো নিদয় হইয়ো না
০৯/০৫/১৮
০৫ঃ০০ বিকাল
তুমি থাকলে পূর্ণিমায় করি চাঁদ নিয়ে কাড়াকাড়ি
আমি যে তোমার এ কথা মানো নিদয় হইয়ো না
ঝিরিঝিরি হাওয়া হারায়ে পাওয়া যাই কইয়ো না
ভালোবেসো বেসো গো আমায় রেখো অন্তরে
ফিরে এসো এসো গো আমার হৃদয় বন্দরে
তোমাকে দেবার যা কিছু ছিলো দিয়েছি সবই তার
গীতিতে চাই, সিঁথিতে চাই, চাই গো তোমায় আবার
আপন না করে একবারও তুমি খবর লইয়ো না
আমি যে তোমার এ কথা মানো নিদয় হইয়ো না
যে ফুলের মালা বাড়ায় জ্বালা সে মালা ছিঁড়ে ফেলেছি
আসবে ফিরে এমন আশায় হাজার প্রদীপ জ্বেলেছি
আমি যে তোমার এ কথা মানো, মানো না মানার যত কথা
পারুল বনে নেমেছে এ ক্ষণে বিষাদের নীল নীরবতা
ঝিরিঝিরি হাওয়া হারায়ে পাওয়া যাই কইয়ো না
আমি যে তোমার এ কথা মানো নিদয় হইয়ো না
০৯/০৫/১৮
০৫ঃ০০ বিকাল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১০/০৫/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/০৫/২০১৮অসাধারন।