কোরো না হেলা
ধরেছি আমি তোমার হাত এই রাঙা প্রভাতে
চলিতে চাই পায়ে পায়ে তোমারই সাথে
কোরো না হেলা বিরহ বেলা এই আমারে
ঢেউয়ে ঢেউয়ে পাল্লা দেইনি, হইনি উদাস হাওয়ায়
গানে গানে মুগ্ধ হয়েছি খুঁজেছি আশা, না পাওয়ায়
পুষ্প মালতি উঠিছে দুলে ভ্রমরের পদ ভারে
আমি কি তোমার প্রাণের মাঝে আছি কি গো নাই
এমন দিনে প্রাণের আকুতি সে কথাটা জানতে চাই
সন্ধ্যা তারার প্রদীপ হয়ে আলোকিত কর আঁধারে
০৭/০৫/১৮
০২ঃ০৮ রাত
চলিতে চাই পায়ে পায়ে তোমারই সাথে
কোরো না হেলা বিরহ বেলা এই আমারে
ঢেউয়ে ঢেউয়ে পাল্লা দেইনি, হইনি উদাস হাওয়ায়
গানে গানে মুগ্ধ হয়েছি খুঁজেছি আশা, না পাওয়ায়
পুষ্প মালতি উঠিছে দুলে ভ্রমরের পদ ভারে
আমি কি তোমার প্রাণের মাঝে আছি কি গো নাই
এমন দিনে প্রাণের আকুতি সে কথাটা জানতে চাই
সন্ধ্যা তারার প্রদীপ হয়ে আলোকিত কর আঁধারে
০৭/০৫/১৮
০২ঃ০৮ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ১০/০৫/২০১৮কবিদের একটি নিজস্ব জগত আছে।সেই জগতে ঢোকার কারো শক্তি নেই।আপনি আপনার জগত থেকে লিখে যান। কেউ আটকাতে পারবেনা।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৯/০৫/২০১৮চমৎকার অনুভূতির সিক্ত প্রকাশ
ভাল লাগলো । ধন্যবাদ । -
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/০৫/২০১৮অনেক ভাল।
-
পবিত্র চক্রবর্তী ০৯/০৫/২০১৮সুন্দর