দিবসে রজনী
আমার দিবসে রজনী আসে
ফিরে ফিরে আসে
আলোতে না আসে ওরে
নয়নেরও আশে
সে যে দূরে দূরে রয় ||
কতদূর হতে ঘুরিয়া ফিরিয়া
সে কি আশায় আছে
জোছনার ডোরে বাঁধিয়া আমারে
কেন ডাকে সদা কাছে
সে যে দূর হতে চেয়ে রয় ||
রজনী যখনই দিবসের প্রাতে
এসে খায় গড়াগড়ি
করে না বারণ কোন অকারণ
আবেশে হাতটি ধরি
সে যে কাছে এসে কয় ||
০৬/০৫/১৮
০২ঃ৫০ রাত
ফিরে ফিরে আসে
আলোতে না আসে ওরে
নয়নেরও আশে
সে যে দূরে দূরে রয় ||
কতদূর হতে ঘুরিয়া ফিরিয়া
সে কি আশায় আছে
জোছনার ডোরে বাঁধিয়া আমারে
কেন ডাকে সদা কাছে
সে যে দূর হতে চেয়ে রয় ||
রজনী যখনই দিবসের প্রাতে
এসে খায় গড়াগড়ি
করে না বারণ কোন অকারণ
আবেশে হাতটি ধরি
সে যে কাছে এসে কয় ||
০৬/০৫/১৮
০২ঃ৫০ রাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।