প্রাণ না মানে
কিরূপে আজ দেখিবো তারে
চোখ বুঁজিয়া চোখের নজরে
প্রাণ না মানে, ও মন জীবনের মানে
ভাসাইয়া কূলের দিশা আমারে টানে
কিরূপে আজ দেখিবো তারে
চোখ বুঁজিয়া চোখের নজরে
জীবন হইলো ভরা নদী জোয়ার-ভাটা জানে
সুখের টানে সুখ খুঁজে পায় প্রেমের পূরাণে
চন্দ্র টানে উতল করে দূরের উজানে
মাঝ দরিয়ায় জলের খেলা মাঝির সাম্পানে
কিরূপে আজ দেখিবো তারে
চোখ বুঁজিয়া চোখের নজরে
কি সুখে যায় দিন রজনী
বিকল সময়ের ভীড়ে যায়রে উড়ে
পাখির সুরে গান গেয়ে কোন সজনী
ডেকে যায় কানে কানে
প্রাণ না মানে, ও মন জীবনের মানে
ভাসাইয়া কূলের দিশা আমারে টানে
কিরূপে আজ দেখিবো তারে
চোখ বুঁজিয়া চোখের নজরে
২৫/০৪/১৪
১২:২৮am
চোখ বুঁজিয়া চোখের নজরে
প্রাণ না মানে, ও মন জীবনের মানে
ভাসাইয়া কূলের দিশা আমারে টানে
কিরূপে আজ দেখিবো তারে
চোখ বুঁজিয়া চোখের নজরে
জীবন হইলো ভরা নদী জোয়ার-ভাটা জানে
সুখের টানে সুখ খুঁজে পায় প্রেমের পূরাণে
চন্দ্র টানে উতল করে দূরের উজানে
মাঝ দরিয়ায় জলের খেলা মাঝির সাম্পানে
কিরূপে আজ দেখিবো তারে
চোখ বুঁজিয়া চোখের নজরে
কি সুখে যায় দিন রজনী
বিকল সময়ের ভীড়ে যায়রে উড়ে
পাখির সুরে গান গেয়ে কোন সজনী
ডেকে যায় কানে কানে
প্রাণ না মানে, ও মন জীবনের মানে
ভাসাইয়া কূলের দিশা আমারে টানে
কিরূপে আজ দেখিবো তারে
চোখ বুঁজিয়া চোখের নজরে
২৫/০৪/১৪
১২:২৮am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১২/০৫/২০১৪
-
স্বপন মাহমুদ ০৮/০৫/২০১৪অসাধারণ।
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪অনন্য ও অসাধারণ ভাবনাময় কবিতা।
-
সফিউল্লাহ আনসারী ০৪/০৫/২০১৪শুভ কামনা.....
-
সফিউল্লাহ আনসারী ৩০/০৪/২০১৪darunto !
-
এস,বি, (পিটুল) ২৭/০৪/২০১৪mon amar valo hoy galo kobita ti porar por.
-
জোছনা ভেজা মন ২৬/০৪/২০১৪অসম্ভব সুন্দর হয়েছে
-
দীপঙ্কর বেরা ২৬/০৪/২০১৪Sundar
-
সোহেল রানা বীর ২৫/০৪/২০১৪দারুণ
"এডমিন এবং ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি" নামক একটি ব্লগ লিখেছি। যেখানে "তারুণ্য"কে কীভাবে আরো জমজমাট ও জনপ্রিয় করে তোলা যায় তার জন্য সকল ব্লগারদের মূল্যবান মতামত চাওয়া হয়েছে। উক্ত ব্লগে এডমিন নিজেই আমাদের অর্থাৎ সকল ব্লগারদের মতামত চেয়েছেন।
তাই আপনার মূল্যবান মতামতেরর অপেক্ষায় "তারুণ্য"।
ব্লগটি পড়বেন আশারাখি।