বাবা
নির্ভরতার একটি নাম বাবা
যেন আমার ঘরের কাবা
আধো বোলে ফুটেছে যখন বুলি
একই সাথে মা-বাবা ডাক আমার মুখে তুলি
নিস্পাপ সারল্যে ভরা নিরেট অবয়ব
চেনা জনের ভীড়ে বাবা তুলতেন কলরব
বিকেল বেলা নদীর পাড়ে হাঁটার ছলে ছলে
লেখাপড়ার পাঠ শেখাতেন গল্পের কৌশলে
বাবা আমার বন্ধুসুলভ শীতল স্নেহের পরশ
বাবার কষ্টে কেঁপে ওঠে খোদার আসন-আরশ
শিশুতোষ গল্প পড়ায় ছিলো শত বারণ
নির্দেশ ছিলো, পাঠ্যবইয়ের আদ্যোপান্ত করতে হবে ধারণ
বাবা, যুগের শ্রেষ্ঠ বাবা, বাবাই মহান
বাবা আমার জীবন জুড়ে আল্লাহ অসীম দান
২২/০৪/১৪
১১:৩৩অপরাহ্ন
যেন আমার ঘরের কাবা
আধো বোলে ফুটেছে যখন বুলি
একই সাথে মা-বাবা ডাক আমার মুখে তুলি
নিস্পাপ সারল্যে ভরা নিরেট অবয়ব
চেনা জনের ভীড়ে বাবা তুলতেন কলরব
বিকেল বেলা নদীর পাড়ে হাঁটার ছলে ছলে
লেখাপড়ার পাঠ শেখাতেন গল্পের কৌশলে
বাবা আমার বন্ধুসুলভ শীতল স্নেহের পরশ
বাবার কষ্টে কেঁপে ওঠে খোদার আসন-আরশ
শিশুতোষ গল্প পড়ায় ছিলো শত বারণ
নির্দেশ ছিলো, পাঠ্যবইয়ের আদ্যোপান্ত করতে হবে ধারণ
বাবা, যুগের শ্রেষ্ঠ বাবা, বাবাই মহান
বাবা আমার জীবন জুড়ে আল্লাহ অসীম দান
২২/০৪/১৪
১১:৩৩অপরাহ্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মামুন হোসেন ২৩/০৪/২০১৪ছন্দময় এক অসাধারন কবিতা