প্রেমের জানাজায়
গোপনে কিছু কথা বলেছি তারে
ভালোলাগা ভালোবাসা বাজে এক তারে
তার হয়ে জ্বেলে যাই প্রদীপ আঁধারে
মনের গোপন অনুরাগ শোনাই বারেবারে
মনযে বিষের বাঁশি সুর তোলা দায়
সময়ে অসুর হয় আমারে কাঁদায়
কেঁদে কেটে একশেষ জীবন দরিয়া
খুব যে আপন করে কই দরদিয়া
দরদি ভুলে যায় আত্ম-চরিত
কাছে থেকে দূরে রয় নয়ন বারিত
দৃষ্টির গোলাম সেজে আমি অসহায়
মননের বৃন্তে ফোটে কুসুমকলি প্রেমের ব্যকুল জানাজায়
কেউ রোদ কেউ ঝড় প্রেম এলো বানে
নিজেরে সঁপিল নদী সাগরের টানে
২০/০৪/১৪
০৯:০৫অপরাহ্ন
ভালোলাগা ভালোবাসা বাজে এক তারে
তার হয়ে জ্বেলে যাই প্রদীপ আঁধারে
মনের গোপন অনুরাগ শোনাই বারেবারে
মনযে বিষের বাঁশি সুর তোলা দায়
সময়ে অসুর হয় আমারে কাঁদায়
কেঁদে কেটে একশেষ জীবন দরিয়া
খুব যে আপন করে কই দরদিয়া
দরদি ভুলে যায় আত্ম-চরিত
কাছে থেকে দূরে রয় নয়ন বারিত
দৃষ্টির গোলাম সেজে আমি অসহায়
মননের বৃন্তে ফোটে কুসুমকলি প্রেমের ব্যকুল জানাজায়
কেউ রোদ কেউ ঝড় প্রেম এলো বানে
নিজেরে সঁপিল নদী সাগরের টানে
২০/০৪/১৪
০৯:০৫অপরাহ্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।