পথকলি
নাম না জানা ওই শিশুটির কি খেতে সাধ হয়
মায়ের কাছে রাজু জিজ্ঞাসে তার পরিচয়
মা বলেছে চুপ করো, এখন ওসব থাক
বকা খেয়ে মায়ের ওপর খুব বেড়েছে রাগ
ক্লাসে একবার স্যার বলেছে রাস্তায় যারা থাকে
বিশ্বব্যাপী তাদেরকে নাকি টোকাই বলে ডাকে
তৎক্ষণাৎ এক প্রতিক্রিয়ায় রাজু গেলো ক্ষেপে
শিক্ষক হতে হলে আগে কথা বলুন মেপে
এখন থেকে ওদের নাম ডাকুন পথকলি
ওদের জন্য আমরা দেব জীবন জলাঞ্জলি
শ্রেণি কক্ষের বন্ধু সবাই দিলো করতালি
রাজুর হাতে রেখে তাই আজ শক্তিশালী
আশপাশের লোক চিনেছে ভবিষ্যতের বীর
দেশ দরদী রাজু হবে সাহসী প্রবীর
২০/০৪/১৪
০১:৪৩পুর্বাহ্ন
মায়ের কাছে রাজু জিজ্ঞাসে তার পরিচয়
মা বলেছে চুপ করো, এখন ওসব থাক
বকা খেয়ে মায়ের ওপর খুব বেড়েছে রাগ
ক্লাসে একবার স্যার বলেছে রাস্তায় যারা থাকে
বিশ্বব্যাপী তাদেরকে নাকি টোকাই বলে ডাকে
তৎক্ষণাৎ এক প্রতিক্রিয়ায় রাজু গেলো ক্ষেপে
শিক্ষক হতে হলে আগে কথা বলুন মেপে
এখন থেকে ওদের নাম ডাকুন পথকলি
ওদের জন্য আমরা দেব জীবন জলাঞ্জলি
শ্রেণি কক্ষের বন্ধু সবাই দিলো করতালি
রাজুর হাতে রেখে তাই আজ শক্তিশালী
আশপাশের লোক চিনেছে ভবিষ্যতের বীর
দেশ দরদী রাজু হবে সাহসী প্রবীর
২০/০৪/১৪
০১:৪৩পুর্বাহ্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ২০/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার পেজর আমন্ত্রন জানাই।