যুগ ভেদি
নাভীমূলে অস্থি গেঁথে বড়ই অসস্তিতে থাকা‚ জোয়ান মর্দকে ভাই বলে ডাকা
নেহায়েতই মানবিক যাদুয় অসম রতিলোচনা
অস্থির বাতায়নে বৈরাগ্য জেঁকে রয় নীল নীল চোখে
কি বেহায়া যুগ প্রেমের সওদা বেচে ভূষণ কারবারি
কি যান্ত্রিক কি নিরাবরণ কি সংগীতের কায়কারবার
প্রাত:রাশে প্রতিবেশী প্রচন্ড তেড়ে আসে
সনাতন যূগ টানি লয়
এতযে অস্থিরতা কার বেটা ঘরে থাকে
কারে বিতাড়িত করে পরের দুঃখে
সন অব্দ কিছুই মনে থাকে না
রেখেছে কোন কূলায়
তার নামে অচল পয়সা ভাঙিয়ে জমিদারি কিনি
দিব্যি দিন কেটে যায় প্রজন্ম পরম্পরায়
১৩/০৪/১৪
০১:১২পুর্বাহ্ন
নেহায়েতই মানবিক যাদুয় অসম রতিলোচনা
অস্থির বাতায়নে বৈরাগ্য জেঁকে রয় নীল নীল চোখে
কি বেহায়া যুগ প্রেমের সওদা বেচে ভূষণ কারবারি
কি যান্ত্রিক কি নিরাবরণ কি সংগীতের কায়কারবার
প্রাত:রাশে প্রতিবেশী প্রচন্ড তেড়ে আসে
সনাতন যূগ টানি লয়
এতযে অস্থিরতা কার বেটা ঘরে থাকে
কারে বিতাড়িত করে পরের দুঃখে
সন অব্দ কিছুই মনে থাকে না
রেখেছে কোন কূলায়
তার নামে অচল পয়সা ভাঙিয়ে জমিদারি কিনি
দিব্যি দিন কেটে যায় প্রজন্ম পরম্পরায়
১৩/০৪/১৪
০১:১২পুর্বাহ্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৬/০৪/২০১৪darun lekha !
-
তাইবুল ইসলাম ১৪/০৪/২০১৪বাহ আপনার কবিতায় উপমার ব্যবহারে মুগ্ধ হলাম