শব্দ
শব্দগুলো পুরুষ হলে আমিও বেশ কষ্ট পেতাম
রোদের আভায় মেঘের কোনায় মুখ লুকাতাম
শব্দগুলো নারী হলে নদীর মতো চপল বেগে
ছুটে যেতাম বানের জলে
কই লুকাতাম আমার সে মুখ‚ জলে-স্থলে সমান তালে‚
অচিন মাঝি শিস্ বাজিয়ে উতল করা শব্দ তোলে
১০/০৪/১৪
০৭:৪৭অপরাহ্ন
রোদের আভায় মেঘের কোনায় মুখ লুকাতাম
শব্দগুলো নারী হলে নদীর মতো চপল বেগে
ছুটে যেতাম বানের জলে
কই লুকাতাম আমার সে মুখ‚ জলে-স্থলে সমান তালে‚
অচিন মাঝি শিস্ বাজিয়ে উতল করা শব্দ তোলে
১০/০৪/১৪
০৭:৪৭অপরাহ্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।