ভোরের প্রার্থনা
রুপের আড়ালে উছলে উঠেছে হিয়ার ভরা যৌবন
উতল বাতাসে থরথর কাঁপে মৌবন, ফাগুনের যত আয়োজন
রুপে-ধূপে গন্ধ বিলায় কোমল বিলাসী জায়া
বিরস আবহে আন্দোলিত হয়ে দেখি তার প্রতিচ্ছায়া
ঝিম ধরে আসে চকিত মনে একি অদ্ভুত ঘোর
আবছা আলোয় দগ্ধ নয়নে খুঁজি কাঙ্খিত ভোর
০৬/০৪/১৪
০৯:৫২am
উতল বাতাসে থরথর কাঁপে মৌবন, ফাগুনের যত আয়োজন
রুপে-ধূপে গন্ধ বিলায় কোমল বিলাসী জায়া
বিরস আবহে আন্দোলিত হয়ে দেখি তার প্রতিচ্ছায়া
ঝিম ধরে আসে চকিত মনে একি অদ্ভুত ঘোর
আবছা আলোয় দগ্ধ নয়নে খুঁজি কাঙ্খিত ভোর
০৬/০৪/১৪
০৯:৫২am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।