আঁখি তার
আঁখি তার খোলে না
সে আমারে ছেড়ে গেলো
চোখের জলে তারে গোসল করাই
তবু তার শরীর ভেজে না
নিঠুর ছলে নিথর বেশ ধরেছে
আমারে কাঙাল করেছে
আঁখি তার তবু খোলে না
এমন কারও হয়না রে বায়না
পরকাল দিয়ে যিনি এজীবন গড়িলেন
তাঁর কাছে নালিশ জানাই
কি তাঁর করেছি ক্ষতি
কি নিঠুর এই পরিণতি
তারে তবু আজও ভোলা হয় না
আঁখি আজও তারে ভোলে না
২৫/০২/১৪
০৬:৪৪pm
সে আমারে ছেড়ে গেলো
চোখের জলে তারে গোসল করাই
তবু তার শরীর ভেজে না
নিঠুর ছলে নিথর বেশ ধরেছে
আমারে কাঙাল করেছে
আঁখি তার তবু খোলে না
এমন কারও হয়না রে বায়না
পরকাল দিয়ে যিনি এজীবন গড়িলেন
তাঁর কাছে নালিশ জানাই
কি তাঁর করেছি ক্ষতি
কি নিঠুর এই পরিণতি
তারে তবু আজও ভোলা হয় না
আঁখি আজও তারে ভোলে না
২৫/০২/১৪
০৬:৪৪pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।