শীতল জলে
শীতল জলে সাঁতার কাটতে অনেকদিনের শখ
চোখের জলে ধুয়ে গেলো অনেকটুকু পথ
যে পথ ধরে তোমার বাড়ির নদী গেছে বয়ে
শান্ত নদী পথ ভুলে যায় ভীষণ ক্লান্ত হয়ে
রাতের নদী বাড়ায় যদি আকুল নিবেদন
পূর্ণিমা চান বাড়িয়ে তোলে স্নিগ্ধ প্রহসন
ও সখি তোর জলের কাছে আমার সবই মিছে
সামনে এলে হাত ধরি না আবেগ বাড়ে পিছে
২৩/০২/১৪
০৬:৩১pm
চোখের জলে ধুয়ে গেলো অনেকটুকু পথ
যে পথ ধরে তোমার বাড়ির নদী গেছে বয়ে
শান্ত নদী পথ ভুলে যায় ভীষণ ক্লান্ত হয়ে
রাতের নদী বাড়ায় যদি আকুল নিবেদন
পূর্ণিমা চান বাড়িয়ে তোলে স্নিগ্ধ প্রহসন
ও সখি তোর জলের কাছে আমার সবই মিছে
সামনে এলে হাত ধরি না আবেগ বাড়ে পিছে
২৩/০২/১৪
০৬:৩১pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।