রাত্রি বন্দনা
তোমাকে রেখেছি তুলে
রাত্রির নির্মোহ অঞ্চলে
সুখ মোহনা সুখের কোলে
হারাবো মাদলে
বিমূর্ত রাত্রির চেনা অধ্যায়
কেমন অচেনা হলে
সমুদয় নক্ষত্রের আল্পনায়
অবারিত বন্দনা চলে
এমনতর রাত্রি পেলে
আমার কি আর ভাবনা চলে
২৪/০২/১৪
১২:৩৯am
রাত্রির নির্মোহ অঞ্চলে
সুখ মোহনা সুখের কোলে
হারাবো মাদলে
বিমূর্ত রাত্রির চেনা অধ্যায়
কেমন অচেনা হলে
সমুদয় নক্ষত্রের আল্পনায়
অবারিত বন্দনা চলে
এমনতর রাত্রি পেলে
আমার কি আর ভাবনা চলে
২৪/০২/১৪
১২:৩৯am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।