শোক
কাঁসার সঙ্গীত বাজায় মাটির পূরাণ
বিমূর্ত চাঁদের রাতে মৌন কুয়াশার গান
লিখে রাখি জলের গায়ে কুয়াশার ঘোর
রাতের আরক্ত জলে বিলম্বে আসে ভোর
মাটিতে প্রদীপ জ্বেলে দৃশ্যকল্প সাজাই
সনাতন ধ্যানে মিশেল আধুনিকতা পাই
বিষন্ন প্রহরে কিছু শোক লিখে রাখি
বেজায় মনের কষ্টে সন্ন্যাসী পাখি
নীড়ে ফিরে রোজ শুধু করে ডাকাডাকি
পরিপাটি কুঁড়েঘর একলাই থাকি
১৯/০২/১৪
০২:২৭am
বিমূর্ত চাঁদের রাতে মৌন কুয়াশার গান
লিখে রাখি জলের গায়ে কুয়াশার ঘোর
রাতের আরক্ত জলে বিলম্বে আসে ভোর
মাটিতে প্রদীপ জ্বেলে দৃশ্যকল্প সাজাই
সনাতন ধ্যানে মিশেল আধুনিকতা পাই
বিষন্ন প্রহরে কিছু শোক লিখে রাখি
বেজায় মনের কষ্টে সন্ন্যাসী পাখি
নীড়ে ফিরে রোজ শুধু করে ডাকাডাকি
পরিপাটি কুঁড়েঘর একলাই থাকি
১৯/০২/১৪
০২:২৭am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।