www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়বালা

কিশোরীর চিকন উরু বেয়ে গড়িয়ে পড়া সজল ধারা পায়ের পাতায় লেগে আলতা মনে হলে ছুঁয়ে দেখি
যেন রঙ তুলির আঁচড়ে ফুটিয়েছে শৈল্পিক যোনিমুখ বিশুদ্ধ আঁকিয়ে
হঠাৎ বিয়ের খবরে মূর্ছা যাওয়া গ্রামীণ সম্ভ্রম

জাতির ইজ্জতে ঠোকর মারে বেশরম শকুনের দল
ধর্ষণ করে উল্লাসে মেতে ওঠে সানাই বিহীন যমজ ভূখা
কোরাসে গেয়ে চলে মাতৃ জঠর যন্ত্রণাগীতি

ওঠ খুকি!
আজ তোর বিয়ে বলে গগনস্পর্শী চিৎকারে কাঁপিয়ে তোলে ফাগুন-বসন্তে রাঙা আকাশ
হিমালয় সমেত ভূমি ভূ-কম্পনের আদলে ঝাঁকিয়ে তোলে পিতার গোঙানি মায়ের হাহাকার

নিমিষেই ছড়িয়ে পড়ে পাড়া-গাঁয়ে, শহর-তল্লাটে, দেশ-বিভূঁইয়ে
খবরে উঠে আসে নাগরিক জীবনে নেমে আসা দূর্যোগ
সূর্য কিরণও অভিবাদনে নুয়ে পড়ে
সমাহিত করা হয় কিশোরীর স্বপ্নসমেত গোধূলি বিলাস
জাতীয় ঐক্যের প্রতীকে রূপ নেয় অবিনাশী প্রিয়বালা


১৬/০২/১৪
০৩:১৯am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast